Saturday, January 18, 2025
বাড়িজাতীয়ভারতে ইউনিসেফের ৭৫ বছর, প্রকাশিত হল স্মারক ডাকটিকিট

ভারতে ইউনিসেফের ৭৫ বছর, প্রকাশিত হল স্মারক ডাকটিকিট

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১৪ ডিসেম্বরঃ ভারতে ইউনিসেফের ৭৫ বছর উপলক্ষে যৌথভাবে স্মারক ডাকটিকিট প্রকাশ করল ভারতীয় ডাক বিভাগ ও ইউনিসেফ। দশ টাকা মূল্যের এই ডাকটিকিটে মায়ের কোলে এক শিশুকে দেখানো হয়েছে। প্রতিটি শিশুর, বিশেষত সমাজের সবচেয়ে পিছিয়ে পড়া শিশুদের জন্য, বেঁচে থাকার, বিকাশ লাভ করার এবং পূর্ণতা প্রাপ্তির লক্ষ্যে পৌঁছনোর অধিকারকে প্রাধান্য দেয় ইউনিসেফ। সেই বিষয়টিই প্রকাশিত হয়েছে ডাকটিকিটে।
এপ্রসঙ্গে বলা যায়, ভারত সরকারের নেতৃত্বে এবং রাষ্ট্রপুঞ্জের এই সংস্থার সহায়তায় এদেশে শিশুদের অনেক উন্নতি হয়েছে। ১৯৪৯ সাল থেকে ইউনিসেফ এদেশে কেন্দ্র এবং রাজ্য সরকারগুলির সঙ্গে হাত মিলিয়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে প্রতিটি শিশুর জীবনের সমস্ত সুযোগের সদ্বব্যবহার নিশ্চিত করে চলেছে। ডাকটিকিট প্রকাশের পর ডাক বিভাগের দিল্লি সার্কেলের চিফ পোস্টমাস্টার জেনারেল কর্নেল অখিলেশ পাণ্ডে ইউনিসেফের বিগত দিনগুলির কাজকর্ম এবং ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে থাকা শিশুদের সহায়তা ও তাদের সুরক্ষায় এই সংস্থার কাজের প্রশংসা করেন।

পাশাপাশি ভারতে ইউনিসেফের প্রতিনিধি সিনথিয়া ম্যাকক্যাফ্রে বলেছেন, এটি ভারতের শিশুদের জন্য একটি প্রতীকী মাইলফলক। তাঁর কথায়, ”বিগত কয়েক দশকের সহযোগিতায় আমরা দেখেছি যে এদেশে শিশুদের জন্য হওয়া কাজগুলির ফলে তাদের জীবনে প্রচুর উন্নতি হয়েছে। পাঁচ বছরের কম বয়সি শিশুমৃত্যুর হার কমানো, সার্বিক টিকাদান, স্কুলে ভর্তির হার বাড়ানো, নিরাপদ স্যানিটেশন বা বিশুদ্ধ জল ব্যবহার- সব ক্ষেত্রেই ভারতের শিশুদের বিকাশ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে।”

উল্লেখ্য, ইউনিসেফের পঁচিশতম ও চল্লিশতম বর্ষ উদযাপনের সময়ও ভারতীয় ডাকবিভাগের তরফে ডাকটিকিট প্রকাশ করা হয়েছিল। পাশাপাশি শিশু অধিকার কনভেনশনের তিরিশ বছর উপলক্ষেও চারটি স্মারক ডাকটিকিট প্রকাশিত হয়েছিল।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য