স্যন্দন ডিজিটেল ডেস্ক, ৭ অক্টোবর: তিনি বরাবর ঈশ্বরভক্ত। কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দিয়ে শুরু করেন ভোটপ্রচার। নতুন সংসদ ভবনে উদ্বোধনে তাঁর উদ্যোগেই হয়েছে যাগযজ্ঞ। কদিন আগে দেশের প্রধান বিচারপতির বাড়িতে গণেশ বন্দনায় দেখা গিয়েছিল তাঁকে। রাম মন্দির উদ্বোধনে নিজেই হয়ে উঠেছিলেন ‘পুরোহিত’। নবরাত্রি উপলক্ষে উৎসবের মরসুমে ফের গান লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সোমবার এক্স হ্যান্ডেলে নিজের লেখা গান আপলোড করেন মোদি। অতি দ্রত ভাইরাল হয়েছে সেই গান। দেশজুড়ে অভয়ার সুবিচারের দাবিতে যখন প্রতিবাদের ঝড় উঠেছে, তখন নারীশক্তির আরাধনায় বাঁধা মোদির গান নিয়ে চর্চা শুরু হয়েছে। ভিডিওর ক্যাপশানে মোদি লিখেছেন, “নবরাত্রি উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্নভাবে দেবী দুর্গার আরাধনায় মেতে উঠেছে দেশবাসী। উৎসবের মরসুমে আমার লেখা একটি গর্বা ‘অবতী কালে’ শেয়ার করলাম। দেবীর আশীর্বাদ যেন সবার উপর থাকে।”
বিশ্বের অন্যতম জনপ্রিয় রাষ্ট্রনেতার ভক্তের অভাব নেই। তাঁরা মোদির লেখা গানে মুগ্ধ। কেউ লিখেছেন ‘অসাধারণ’, কেউ লিখেছেন ‘অপূর্ব’। সকলেই গর্বা উপলক্ষে গান লেখার জন্য ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রীকে। উল্লেখ্য, চলতি মাসের তিন তারিখেই নবরাত্রি উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। এবার উৎসবের মরসুমে নিজের লেখা ভক্তিমূলক গান এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন। অবশ্য শুধু গান না, মাঝে কবিতাও লেখেন নমো। হিন্দিতে লেখা সেই কবিতায় সাংবাদিকদের উদ্দেশে প্রধানমন্ত্রীর বার্তা ছিল, ‘নৈতিকতা এবং চিন্তাই হল সাংবাদিকের মূল হাতিয়ার।’