Monday, March 24, 2025
বাড়িরাজ্যদুই মন্ত্রীর কার্যকলাপ নিয়ে উদ্বেগ প্রকাশ করে মুখ্যমন্ত্রী ও প্রদেশ বিজেপি -র...

দুই মন্ত্রীর কার্যকলাপ নিয়ে উদ্বেগ প্রকাশ করে মুখ্যমন্ত্রী ও প্রদেশ বিজেপি -র সভাপতি কাছে আপিল করলেন বিরোধী দলনেতা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ অক্টোবর : গত ছয় বছর ধরে রাজ্যে জনবিরোধী এবং জনস্বার্থ বিরোধী কার্যকলাপ সংগঠিত করেছে সরকার। সরকারের ব্যর্থতা ঢাকতে গন্ডাছড়া এবং রানীরবাজারের ঘটনার পুনঃ ভিত্তি ঘটলো কদমতলায়। কিন্তু সরকার আবার বিরোধীদের দিকে আঙ্গুল তুলে দোষ চাপানোর চেষ্টা করছে। সোমবার কদমতলার অশান্তির পরিস্থিতি নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করে এই কথা বললেন রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। তিনি ব্যক্তিগতভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ও প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যের উদ্দেশ্যে এবং সংবাদ মাধ্যমের সামনে আপিল করে বলেন, মন্ত্রী সুধাংশু দাস এবং মন্ত্রী টিংকু রায় দুজন সামাজিক মাধ্যমে উস্কানিমূলক মন্তব্য পোস্ট করার জন্য প্রতিযোগিতায় নেমেছে।

 যেখানে রাজ্যের মন্ত্রীদের শান্তি ফিরিয়ে আনতে সামনে দাঁড়ানোর কথা, তা না করে তারা রাজ্যের শান্তির পরিবেশ নষ্ট করতে হাতিয়ার হয়ে উঠছে। তাই তাদের ধৈর্য শেখাতে হবে। কারণ এসব ঘটনা রাজ্যবাসীকে অত্যন্ত উদ্বেগের দেখে ঠেলে দিচ্ছে। তাদের এর থেকে বিরত থাকতে বলুন। এদিন তিনি আরো বলেন, পুলিশ যদি সঠিক সময় মত ভূমিকা নিত তাহলে কদমতলায় এত বড় ঘটনা কোনভাবেই হতো না। বিশেষ করে উৎসবের মুখে নিরীহ যুবকের প্রাণ যেত না, এমন অশান্তি পরিবেশও সৃষ্টি হতো না এবং মানুষের সম্পত্তি নষ্ট হতো না। বিরোধী দলনেতা রাজ্যবাসীর উদ্দেশ্যে বলেন, ত্রিপুরার শান্তিপ্রিয় মানুষ ইতিমধ্যে যদি সোচ্চার না হয় তাহলে আগামী দিন ত্রিপুরা ছারখার হয়ে যাবে। তাই যেভাবেই হোক ভাতৃত্বের মেলবন্ধন যাতে কোনভাবে না ভাঙ্গে সেদিকে গুরুত্ব দিতে আহ্বান জানান বিরোধী দলনেতা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য