Saturday, March 22, 2025
বাড়িজাতীয়লাদাখে নদী পারাপারের সময় হড়পা বানে ভেসে সলিল সমাধি ৫ জওয়ানের

লাদাখে নদী পারাপারের সময় হড়পা বানে ভেসে সলিল সমাধি ৫ জওয়ানের

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৯ জুন: লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখার কাছে নদী পারাপারের সময় ভেসে গেলেন পাঁচ জওয়ান! টি-৭২ ট্যাঙ্ক-সহ তাঁরা ভেসে গিয়েছেন বলে জানা গিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সোশাল মিডিয়ায় জানিয়েছেন, মৃত্যু হয়েছে তাঁদের সকলেরই। ওই জওয়ানদের মধ্যে ৪ জন জওয়ান এবং একজন জুনিয়র কমিশনড অফিসার।

ঠিক কী হয়েছিল? শুক্রবার গভীর রাতে লাদাখের নিওমা-চুশল অঞ্চলে প্রকৃত নিয়ন্ত্রণরেখার কাছে নদী পেরোচ্ছিলেন পাঁচ জওয়ান। টি-৭২ ট্যাঙ্কে ছিলেন তাঁরা। আচমকাই হড়পা বান এসে ভাসিয়ে নিয়ে যায় সকলকে। মুহূর্তে অদৃশ্য যান তাঁরা। তাঁদের সন্ধানে শুরু হয় তল্লাশি। অবশেষে মিলল তাঁদের মৃত্যু সংবাদ।

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এক্স হ্যান্ডলে শোক সংবাদ জানিয়ে লিখেছেন, ‘লাদাখে একটি নদী পার হওয়ার সময় এক দুর্ভাগ্যজনক দুর্ঘটনায় আমাদের পাঁচ সাহসী ভারতীয় জওয়ান প্রাণ হারানোয় গভীরভাবে দুঃখিত। জাতির প্রতি আমাদের বীর সেনাদের দৃষ্টান্তমূলক সেবা আমরা কখনওই ভুলব না। শোকাহত পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা। এই দুঃসময়ে দেশ তাদের পাশে রয়েছে।’

গত বছর একই রকম এক দুর্ঘটনা ঘটেছিল এই এলাকায়। এক জুনিয়র কমিশনড অফিসার-সহ ৯ জন জওয়ানকে নিয়ে একটি সেনা ট্রাক পড়ে যায় খাদে। মারা যান সকলেই।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য