Saturday, July 27, 2024
বাড়িজাতীয়মোদীর সমালোচনায় সরব হলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ |

মোদীর সমালোচনায় সরব হলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ |

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ৩০ মে ;  শেষ তথা সপ্তম দফার ভোটগ্রহণ শনিবার। বৃহস্পতিবার প্রচারের শেষ দিন। আর বৃহস্পতিবারই দেশবাসীর উদ্দেশে খোলা চিঠি লিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনায় সরব হলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ

শনিবার অন্য অনেক রাজ্যের সঙ্গে পঞ্জাবেও ভোট রয়েছে। দেশবাসীর উদ্দেশে চিঠি লিখলেও মূলত পঞ্জাবিদের উদ্দেশেই বার্তা দিতে চেয়েছেন মনমোহন। প্রাক্তন প্রধানমন্ত্রী লিখেছেন, ‘‘মোদীজির আগে কোনও প্রধানমন্ত্রী জনসমক্ষে এত নিম্ন মানের কথা বলেননি। যে কথার মধ্যে ঘৃণা এবং বিভেদ ভরা। মোদীজি প্রধানমন্ত্রীর দফতরের মর্যাদাকে মাটিতে মিশিয়ে দিয়েছেন।’’

মনমোহন এ-ও লিখেছেন, ‘‘তিনি আমার বিরুদ্ধেও অসত্য কথা বলেছেন। আমি কখনও কোনও সম্প্রদায়কে নিয়ে কোনও মন্তব্য করিনি। ওই বিষয়টিতে বিজেপির স্বত্ব নেওয়া রয়েছে।’’

কৃষক আন্দোলনের প্রসঙ্গ তুলে মনমোহন লিখেছেন, ‘‘পঞ্জাবে ৭৫০ জন চাষির মৃত্যু হয়েছে। প্রধানমন্ত্রীর মুখে সে প্রসঙ্গে কোনও কথা শোনা যায়নি। অথচ আন্দোলনকারীদের তিনি পরজীবী বলে কটাক্ষ করেছেন।’’ মনমোহনের দাবি, কেন্দ্রীয় সরকারি চাকরিতে ৩০ লক্ষ শূন্যপদ রয়েছে। কিন্ত ১০ বছরে মোদী সরকার তা পূরণ করেনি। উল্টে সেনাবাহিনীতে অস্থায়ী নিয়োগ করেছে। যা থেকে বিজেপির জাতীয়তাবাদের মুখোশ খুলে গিয়েছে বলে খোলা চিঠিতে লিখেছেন মনমোহন। সেনাবাহিনীতে পঞ্জাবের ভূমিকার ইতিহাসও স্মরণ করিয়ে দিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী।

মোদী জমানায় সামগ্রিক ভাবে গৃহস্থের সঞ্চয় এবং আমজনতার ক্রয়ক্ষমতাও তলানিতে গিয়ে ঠেকেছে বলে দাবি করেছেন মনমোহন। সার্বিক ভাবে এই ১০ বছরে সব দিক থেকেই ভারত নিম্নগামী হয়েছে বলে দাবি করেছেন মনমোহন। ভোটারদের উদ্দেশে প্রাক্তন প্রধানমন্ত্রীর বার্তা, ‘‘এই শেষ সুযোগ ভারতের সংবিধান, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষ পরিকাঠামোকে রক্ষা করার। সে কথা ভেবে আপনারা আপনাদের মত প্রদান করুন।’’

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য