Saturday, July 27, 2024
বাড়িজাতীয়আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানকে আক্রমণ করল ভারত !

আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানকে আক্রমণ করল ভারত !

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৬ মার্চ : ‘জ্ঞান দেবেন না। আগে সন্ত্রাস দমনে সক্রিয় হোন’। ঠিক এমন কড়া ভাষাতেই আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানকে আক্রমণ করল ভারত। সুইজারল‌্যান্ডের জেনেভায় আয়োজিত ১৪-তম ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ)-এর মঞ্চে পড়শি দেশকে সন্ত্রাস প্রসঙ্গে কার্যত তুলোধনা করেন আইপিইউ-তে ভারতীয় দলের প্রতিনিধি হিসাবে উপস্থিত হরিবংশ নারায়ণ সিং। শুধু তাই নয়, রাজ‌্যসভার ডেপুটি চেয়ারম‌্যান হরিবংশ আরও বলেন, ‘‘জম্মু-কাশ্মীর ভারতের অবিচ্ছেদ‌্য অংশ ছিল, আছে এবং ভবিষ‌্যতেও থাকবে।’’
পাকিস্তানের বিরুদ্ধে সুর চড়িয়ে হরিবংশ বলেন, ‘‘আমার দেশের বিরুদ্ধে পাকিস্তান যে অযৌক্তিক দাবি তুলেছে, আমি তার দৃপ্তকণ্ঠে প্রতিবাদ করছি। ভারত (India) বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের দেশ। আমি গর্বিত এ কথা জেনে যে, বিশ্বের একটি বড় অংশ মনে করে, গণতন্ত্রের নমুনা এমনই হওয়া উচিত। যারা সন্ত্রাস প্রসঙ্গে আমাদের পরামর্শ দিতে আসে, সেই পাকিস্তানকে আমি বলব, আমাদের জ্ঞান দেওয়া বন্ধ করুন। আগে নিজেদের দেশকে সামলান। আপনারা সন্ত্রাসের আঁতুড়ঘর। আপনারা সন্ত্রাসবাদ-জেহাদকে মদত দেন, সন্ত্রাসের চাষ করেন। আপনাদের তাই সন্ত্রাসবাদ নির্মূল করা নিয়ে কোনও পরামর্শ দেওয়া উচিত নয়। মানবাধিকার রক্ষার বার্তা আপনাদের মুখে মানায় না। আর গণতন্ত্র? আপনাদের গণতান্ত্রিক পরিবেশের রেকর্ড হাস‌্যকর। কাজেই আইপিইউ-র মতো আন্তর্জাতিক মঞ্চে আপনাদের মিথ‌্যা দাবি এবং অযৌক্তিক কথাবার্তার কোনও মানে হয় না।’’
তাঁর সংযোজন, ‘‘একসময় বিশ্ব সন্ত্রাসের মুখ ছিলেন ওসামা বিন লাদেন। আল কায়েদার স্রষ্টা। তার হদিশ মিলেছিল পাকিস্তানেই। সকলেই জানে, কীভাবে পাকিস্তান তাকে লুকিয়ে রেখেছিল। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের রেকর্ডে নথিভুক্ত সবচেয়ে বেশি সংখ‌্যক জঙ্গিদের নিবাস, কার্যস্থল পাকিস্তানেই। যে দেশ নিজেই সন্ত্রাসবাদের রক্তে রাঙা, তাদের মুখে শান্তি-মানবাধিকার রক্ষার কথা বেমানান।’’ জম্মু-কাশ্মীর নিয়ে বলেন, ‘‘কোনও অপপ্রচার এই সত্যিকে ধ্বংস পারবে না যে, জম্মু-কাশ্মীর ভারতের অবিচ্ছেদ‌্য অংশ ছিল এবং থাকবেও।’’

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য