Sunday, December 22, 2024
বাড়িজাতীয়বিজেপিতে যোগ দিলেন জনপ্রিয় গায়িকা অনুরাধা পড়ওয়াল ।

বিজেপিতে যোগ দিলেন জনপ্রিয় গায়িকা অনুরাধা পড়ওয়াল ।

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১৬ মার্চ : লোকসভা ভোটের আগে বড় চমক বিজেপির । বিজেপিতে যোগ দিলেন জনপ্রিয় গায়িকা অনুরাধা পড়ওয়াল । শনিবার বিজেপির দিল্লির দপ্তরে আনুষ্ঠানিক ভাবে গেরুয়া শিবিরে যোগ দিলেন তিনি। দিল্লির রাজনৈতিক মহলে বেশ কিছু দিন ধরেই জল্পনা চলছিল তিনি বিজেপিতে যেতে পারেন। সেই জল্পনা সত্যি করে গেরুয়া শিবিরে নাম লেখালেন তিনি।

আট ও নয়ের দশকে বলিউডে চুটিয়ে কাজ করেছেন অনুরাধা। তাঁর উত্থান ভক্তিমূলক গান থেকে। টি সিরিজ কর্তা গুলশন কুমারের হাত ধরে হিন্দি সিনেমার গানে কন্ঠ দেন শিল্পী। ‘আশিকি’ , ‘দিল হ্যায় কে মানতা নেহি’ , ‘সড়ক’ , ‘সাজন’-এর মতো ছবিতে গান গেয়ে জনপ্রিয়তার শীর্যে পৌঁছে যান অনুরাধা। কুমার শানু উদিত নারায়ণের মত গায়কের সঙ্গে জুটি বেঁধে একের পর এক সুপারহিট গান দিয়েছেন শিল্পী। এবার রাজনীতি আঙিনায় এসে সাধারণ মানুষের আরও কাছাকাছি যেতে চান তিনি।


বিজেপিতে যোগ দিয়ে অনুরাধা পড়ওয়াল বলেন, ” অনেকদিন ধরেই ভাবছিলাম রাজনীতিতে আসব কিনা। অবশেষে সিদ্ধান্ত নিয়েই ফেললাম। এতদিন ধরে মানুষের হয়ে গান গেয়েছি। এবার তাঁদের হয়ে কাজ করব।”
অনুরাধার বয়স ৬৯ । ১৯৬৯ সালে সঙ্গীত শিল্পী অরুণ পড়ওয়ালের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ অনুরাধা। তাঁদের দুই সন্তান। আদিত্য ও মেয়ে কবিতা। কয়েক বছর আগে প্রয়াত হন তাঁর ছেলে আদিত্য। তার আগে ১৯৯১ সালে প্রয়াত হন অনুরাধার স্বামী অরুণ পড়ওয়াল।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য