যোধপুর, ১৮ নভেম্বর (হি.স.): অশোক গেহলটজি ৫ বছর ধরে রাজস্থান শাসন করেননি। এখানে শুধু কুর্সির লড়াই চলছিল। রাজস্থানের কংগ্রেস সরকারের সমালোচনা করে বললেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। শনিবার রাজস্থানের যোধপুরের বিলাড়া বিধানসভা এলাকায় এক নির্বাচনী জনসভা থেকে নাড্ডা বলেছেন, রাজস্থানে ১৯টি পেপার ফাঁসের ঘটনা ঘটেছে, ফরেস্ট গার্ড নিয়োগ কেলেঙ্কারি, পাটোয়ারী কেলেঙ্কারি, পুলিশ কনস্টেবল নিয়োগ কেলেঙ্কারির মতো অনেক কেলেঙ্কারি এখানে ঘটেছে।
কংগ্রেসের তীব্র সমালোচনা করে নাড্ডা বলেছেন, যেখানে কংগ্রেসের নাম থাকবে-সেখানেই দুর্নীতি হবে, লুটতরাজ হবে, কেলেঙ্কারী হবে এবং পরিবারতান্ত্রিক রাজনীতি হবে।” নাড্ডা যোগ করেছেন, “কিন্তু যেখানে বিজেপি সেখানে শুধুই উন্নয়ন হবে, মহিলারা স্বনির্ভরতার পথে এগিয়ে যাবেন, কৃষকদের মর্যাদার সঙ্গে বাঁচার অধিকার থাকবে, যেখানে বিজেপি থাকবে সেখানে স্থিতিশীলতা থাকবে।”