Friday, December 8, 2023
বাড়িজাতীয়গগনযান ও আদিত্য-এল ১ মিশন মহাকাশ সেক্টরে ভারতের মানকে উন্নীত করার পাশাপাশি...

গগনযান ও আদিত্য-এল ১ মিশন মহাকাশ সেক্টরে ভারতের মানকে উন্নীত করার পাশাপাশি মানবজাতিকেও উপকৃত করবে : রাষ্ট্রপতি

নয়াদিল্লি, ১৮ নভেম্বর (হি.স.): গগনযান ও আদিত্য-এল ১ মিশন মহাকাশ সেক্টরে ভারতের মানকে উন্নীত করার পাশাপাশি মানবজাতিকেও উপকৃত করবে। বললেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শনিবার দিল্লির যশোভূমি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত “এরোস্পেস এন্ড এভিয়েশন ইন-২০৪৭” আন্তর্জাতিক সম্মেলনে রাষ্ট্রপতি বলেছেন, এরোস্পেস সেক্টর প্রতিরক্ষা এবং পরিবহন উদ্দেশ্যে স্বাধীন প্রযুক্তির জন্য একটি রূপান্তরমূলক পর্যায়ের মধ্য দিয়ে যাচ্ছে।

রাষ্ট্রপতি উল্লেখ করেছেন, এই সেক্টরে কর্মীবাহিনীর দক্ষতা বৃদ্ধি এবং ডি-স্কিলিংয়ের প্রয়োজন রয়েছে। তিনি বলেন, জলবায়ু পরিবর্তন এবং বৈশ্বিক উষ্ণায়নের কারণে অ্যারো-প্রপালশনের ডিকার্বোনাইজেশন একটি গুরুত্বপূর্ণ কাজ যা গ্রহণ করা দরকার। রাষ্ট্রপতি মুর্মু যোগ করেছেন, জলবায়ু পরিবর্তন এবং বৈশ্বিক উষ্ণতা মানুষের অস্তিত্বকে ঝুঁকির মুখে ফেলেছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য