নয়াদিল্লি, ১৮ নভেম্বর (হি.স.): গগনযান ও আদিত্য-এল ১ মিশন মহাকাশ সেক্টরে ভারতের মানকে উন্নীত করার পাশাপাশি মানবজাতিকেও উপকৃত করবে। বললেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শনিবার দিল্লির যশোভূমি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত “এরোস্পেস এন্ড এভিয়েশন ইন-২০৪৭” আন্তর্জাতিক সম্মেলনে রাষ্ট্রপতি বলেছেন, এরোস্পেস সেক্টর প্রতিরক্ষা এবং পরিবহন উদ্দেশ্যে স্বাধীন প্রযুক্তির জন্য একটি রূপান্তরমূলক পর্যায়ের মধ্য দিয়ে যাচ্ছে।
রাষ্ট্রপতি উল্লেখ করেছেন, এই সেক্টরে কর্মীবাহিনীর দক্ষতা বৃদ্ধি এবং ডি-স্কিলিংয়ের প্রয়োজন রয়েছে। তিনি বলেন, জলবায়ু পরিবর্তন এবং বৈশ্বিক উষ্ণায়নের কারণে অ্যারো-প্রপালশনের ডিকার্বোনাইজেশন একটি গুরুত্বপূর্ণ কাজ যা গ্রহণ করা দরকার। রাষ্ট্রপতি মুর্মু যোগ করেছেন, জলবায়ু পরিবর্তন এবং বৈশ্বিক উষ্ণতা মানুষের অস্তিত্বকে ঝুঁকির মুখে ফেলেছে।