Saturday, December 9, 2023
বাড়িজাতীয়প্রধানমন্ত্রী মোদী যত খুশি চেষ্টা করতে পারেন, কংগ্রেস রাজস্থানে সরকার ধরে রাখবে:...

প্রধানমন্ত্রী মোদী যত খুশি চেষ্টা করতে পারেন, কংগ্রেস রাজস্থানে সরকার ধরে রাখবে: খাড়গে

জয়পুর, ১৮ নভেম্বর (হি.স.) : প্রধানমন্ত্রী মোদী যত খুশি চেষ্টা করতে পারেন, কংগ্রেস রাজস্থানে সরকার ধরে রাখবে বলে শনিবার মন্তব্য করেন ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তিনি এদিন রাজস্থানের ভরতপুর জেলার উইয়ারে একটি জনসভায় ভাষণে একথা বলেন।

শনিবার কংগ্রেস দলের প্রধান মল্লিকার্জুন খাড়গে জনসভায় জোর দিয়ে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, যত খুশি চেষ্টা করতে পারেন তবে কংগ্রেস রাজস্থানে তার সরকার ধরে রাখবে। মোদী ধনীকে আরও ধনী এবং গরীবকে আরও দরিদ্র করার উদ্দেশে কাজ করছেন বলেও এদিন মোদীকে কটাক্ষ করেন খাড়গে। সমাবেশে বক্তৃতায় খাড়গে আরও অভিযোগ করেন যে, বিজেপি কেবল তার “বন্ধুদের” সুবিধার জন্য কাজ করে। কিন্তু কংগ্রেস, গরিব কৃষক এবং যুবকদের জন্য কাজ করে।

প্রসঙ্গত, রাজস্থানে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে ২৫ নভেম্বর। ভোট গণনা হবে ৩ ডিসেম্বর।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য