নয়াদিল্লি, ২৯ অক্টোবর (হি.স.): আগামী ৩১ অক্টোবর সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকীতে দেশব্যাপী ‘মেরা যুব ভারত’ প্লাটফর্মের সূচনা করা হবে। রবিবার মন-কি-বাত অনুষ্ঠানে এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, ‘মেরা যুব ভারত’-এর মাধ্যমে দেশ-গঠনে সক্রিয় ভূমিকা রাখতে পারে যুবসমাজ।
প্রধানমন্ত্রীর কথায়, “আগামী ৩১ অক্টোবর দেশব্যাপী অনেক বড় প্ল্যাটফর্ম ‘মেরা যুব ভারত’-এর ভিত্তি স্থাপন করা হচ্ছে, সেটিও সর্দার সাহেবের (সর্দার বল্লভভাই প্যাটেল) জন্মবার্ষিকীতে। ৩১ অক্টোবর প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জন্মবার্ষিকীও। আমিও তাঁর প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা নিবেদন করছি। এই সংগঠনের নাম- মাই ইয়ং ইন্ডিয়া। মাই ভারত সংগঠন দেশের যুবসমাজকে দেশ-গঠনের ইভেন্টে সক্রিয় ভূমিকা পালনের সুযোগ প্রদান করবে।”