Monday, February 10, 2025
বাড়িজাতীয়ছত্তিশগড়ে নির্বাচনী প্রচারে মাথায় গামছা বেঁধে কৃষকদের সঙ্গে ধান কাটলেন রাহুল

ছত্তিশগড়ে নির্বাচনী প্রচারে মাথায় গামছা বেঁধে কৃষকদের সঙ্গে ধান কাটলেন রাহুল

রায়পুর, ২৯ অক্টোবর (হি.স.) : ছত্তিশগড়ে দুদিনের নির্বাচনী প্রচারে গিয়ে রবিবার মাথায় গামছা বেঁধে কৃষকদের সঙ্গে ধান কাটলেন রাহুল গান্ধী।

২৮ অক্টোবর দুদিনের নির্বাচনী সমাবেশে ভাষণ দিতে ছত্তিশগড়ে যান কংগ্রেস নেতা রাহুল গান্ধী। রবিবার সকালে রাজধানীর নাভা রায়পুর সংলগ্ন কাথিয়া গ্রামের কৃষকদের মধ্যে পৌঁছে যান রাহুল গান্ধী। মাথায় গামছা বেঁধে এবং হাতে কাস্তে নিয়ে কৃষকদের সঙ্গে রাহুল মাঠে ধান কাটেন। কৃষক ও শ্রমিকদের সঙ্গে নানা বিষয় নিয়ে আলোচনাও করেন রাহুল।

ছত্তিশগড়ের বিধানসভা নির্বাচন যতই ঘনিয়ে আসছে রাজনীতি ততই তীব্র হচ্ছে। রাজ্য পর্যায় থেকে শুরু করে দেশের নেতারা ভোটারদের আকৃষ্ট করতে নানা কৌশল অবলম্বন করছেন। এদিন রাহুলের ধান কাটা তারই অঙ্গ বলে মনে করছে বিশেষজ্ঞমহল। ধান কাটা শ্রমিকরা রাহুলের কাছে মজুরি বাড়ানোর দাবি জানান। রাহুল, ভূপেশ বাঘেলকে মজুরি বাড়াতেও বলেন। রাহুল জানান, কৃষকরা খুশি হলে ভারতও খুশি হবে।রাহুলের ধানকাটা ও রায়পুরের কাথিয়া গ্রামে কৃষকদের কাছে যাওয়ার বিষয়টি রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী টিএস সিংদেব এক্স-এর পোস্টে জানান।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য