নয়াদিল্লি, ২৯ অক্টোবর (হি.স.) : কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে রবিবার পেঁয়াজের দাম বৃদ্ধি নিয়ে বিজেপিকে একহাত নেন। বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকে রবিবার কটাক্ষ করলেন খাড়গে। কংগ্রেস সভাপতি তাঁর এক্স হ্যাণ্ডেলে এ সংক্রান্ত একটি কার্টুন পোস্ট করে বিজেপিকে কটাক্ষ করেন। পোস্টে খাড়গে লেখেন, বিগত ৯.৫ বছর ধরে বিজেপি মুদ্রাস্ফীতি নিয়ে জনগনের জনরোষকে নিয়ে মজা করছে। জনগণকে বোকা বানাচ্ছে। মুদ্রাস্ফীতি ইস্যুতে প্রতিবারই মোদী সরকার জনগণকে নিয়ে এভাবে মজা করছে।
খাড়গে আরও লেখেন যে, তিনি পেঁয়াজ খান না। আমরা অন্যান্য দেশের থেকে এক্ষেত্রে ভালো স্থানে রয়েছি। তাহলে পেঁয়াজের দাম এত বেশি কেন? পাঁচ রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনে জনগণ বিজেপিকে পরাজিত করে এর যোগ্য জবাব দেবে বলেও তিনি মন্তব্য করেন। উল্লেখ্য, গত সপ্তাহে পেঁয়াজের দাম প্রায় ৫০ শতাংশ বেড়েছে। দিল্লি এবং নয়ডা অঞ্চলে সব্জী প্রতি কেজি ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে।