Wednesday, February 12, 2025
বাড়িজাতীয়অরুণাচল প্রদেশের অপহৃত নাবালককে চিনাসেনার কবল থেকে উদ্ধারের প্রয়াস ভারতীয় সেনাবাহিনীর

অরুণাচল প্রদেশের অপহৃত নাবালককে চিনাসেনার কবল থেকে উদ্ধারের প্রয়াস ভারতীয় সেনাবাহিনীর

ইটানগর, ২০ জানুয়ারি (হি.স.) : অরুণাচল প্রদেশের আপার সিয়াং জেলার আন্তর্গত প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলএসি) সংলগ্ন এলাকা থেকে মিরম তারন নামের ১৭ বছর বয়সি এক ছেলে নিখোঁজ হয়েছে। চিনের সেনাবাহিনী পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) অপহরণ করেছে তাকে। এক সূত্রের দাবি, তারনকে ফিরিয়ে আনতে ইতিমধ্যে ভারতীয় সেনাবাহিনী এলএসিতে চিনা কর্তপক্ষের সঙ্গে কথা বলতে প্রক্রিয়া শুরু করেছে। তবে সরকারিভাবে এই খবরের সত্যতা এখনও স্বীকার করা হয়নি।

পূর্ব অরুণাচলের বিজেপি সাংসদ তাপির গাও আরও বলেছিলেন, মিরম তারনের সঙ্গে তার বন্ধু জনি ইয়াইয়িংকেও পিএলএ অপহরণ করেছিল। কিন্তু জনি ইয়াইয়িং কৌশলে পিএলএ-র কবল থেকে পালিয়ে ফিরে এসেছে। বুধবার তাদের অপহরণ করা হয়েছিল বলে নিজের ট্যুইটার হ্যান্ডলে খবরটি দিয়েছিলেন সাংসদ তাপির।অপহৃত নাবালককে অক্ষত অবস্থায় ফিরিয়ে আনতে তিনি ভারত সরকারের হস্তক্ষেপ কামনা করে ট্যুইটার হ্যান্ডলে তিনি লিখেছিলেন, ‘আপার সিয়াং জেলার অন্তর্গত সিয়ংলা এলাকার (বিশিং গ্রাম) জিডো গ্রামের ১৭ বছর বয়সি মিরাম তারনকে ভারতীয় ভূখণ্ডের লুংতাজোড় এলাকা (২০১৮ সালে ভারতের অভ্যন্তরে তিন থেকে চার কিলোমিটার রাস্তা তৈরি করেছিল চিন) থেকে অপহরণ করেছে পিএলএ। অপহরণের ঘটনাটি সংগঠিত হয়েছে ভারত ভূখণ্ডের বুক চিরে প্রবাহিত সাংপো-সিয়াং নদীর কাছে (অরুণাচল প্রদেশে প্রবেশ করলে এই নদীর নাম হয়ে যায় সাংপো সিয়াং)। ’

এদিকে, পাসিঘাট পশ্চিম আসনের কংগ্রেস বিধায়ক নিনং এরিং বলেছেন, ‘কথিত অপহরণের ঘটনা গুরুতর সমস্যা, যা পুনরায় শুরু হয়েছে। ঘটনাটি খুবই দুর্ভাগ্যজনক, চিনারা ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশ করে ফের এ ধরনের দুষ্কর্ম সংগঠিত করেছে।’

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য