Friday, February 7, 2025
বাড়িরাজ্যউচ্চ আদালতের দাবরানি খেয়ে অভিযান অব্যাহত স্বাস্থ্য দপ্তরের

উচ্চ আদালতের দাবরানি খেয়ে অভিযান অব্যাহত স্বাস্থ্য দপ্তরের

ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ জানুয়ারি : পশ্চিম জেলার স্বাস্থ্য দফতরের উদ্যোগে আগরতলা শহরের বিভিন্ন জায়গায় বেআইনিভাবে চলা প্যাজেক ড্রিকিং ওয়াটার কোম্পানি। কোম্পানী গুলির বৈধতা যাচাই করতে ত্রিপুরা হাইকোর্ট নির্দেশ দিয়েছে প্রশাসনকে। অবশেষে উচ্চ আদালতের দাবরানি খেয়ে প্রশাসনিক আধিকারিকরা কোম্পানিগুলির অভিযান করতে নামে।

বৃহস্পতিবার অভিযানের অঙ্গ হিসাবে পূর্ব শিবনগর আর আর একুয়া ওয়াটার ট্রিটমেন্ট কোম্পানীতে হানা দেয় স্বাস্থ্য দপ্তরের দলটি। উচ্চ আদালতের নির্দেশ এই অভিযান চালানো হচ্ছে। যাদের লাইসেন্স নেই অথচ ব্যবসা চালিয়ে যাচ্ছেন তাদের ব্যবসা বন্ধ করার জন্য নির্দেশ  দেওয়া হয়েছে। সেই মোতাবেক পশ্চিম জেলার তালিকা ভুক্ত ৩৮ টি এই ধরনের কোম্পানীতে অভিযান শুরু করা হয়েছে। অভিযানকারী দলের প্রধান পশ্চিম জেলার সি এম ও – ইনচার্জ ডাঃ সঙ্গীতা চক্রবর্তী জানান বেশ কিছু কোম্পানিতে ইতিমধ্যেই অভিযান চালানো হয়েছে। যাদের বৈধ লাইসেন্স নেই তাদের প্ল্যান্ট বন্ধ করে দেওয়া হচ্ছে। এই নির্দেশ অমান্য করলে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে অনেকেই এই ক্ষেত্রে সচেতন। তাই তারা নিজে থেকেই প্ল্যান্ট বন্ধ রাখছেন  বলে জানান তিনি। এ অভিযান আগামী দিনে কতটা অব্যাহত থাকবে সেটাই এখন বড় প্রশ্ন। এদিকে বৈধ কাগজ না থাকার কারনে বুধবার বন্ধ করে দেওয়া হয় দক্ষিন ইন্দ্র নগরের একটি প্যাজেক ড্রিকিং ওয়াটার কোম্পানি। বুধবার কোম্পানির বিরুদ্ধে জারি করা হয়েছে শোকজ নোটিশ। ফাসাই-র লাইসেন্সের জন্য আবেদন করার জন্য বলা হয় সংস্থার কর্মকর্তাদের।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য