স্যন্দন ডিজিটেল ডেস্ক,,২১ এপ্রিল: ভারতের জম্মু ও কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় দেশটির পাঁচ সেনা নিহত ও আরও একজন গুরুতর আহত হয়েছেন।বৃহস্পতিবার কেন্দ্রশাসিত অঞ্চলটি রাজৌরি সেক্টরের পুঞ্চে হামলার এ ঘটনা ঘটে, খবর এনডিটিভির।ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, স্থানীয় সময় বিকাল প্রায় ৩টার দিকে পুঞ্চের ভিমবার গলি এলাকায় ‘সন্ত্রাসীরা’ সেনাদের বহনকারী গাড়িটি লক্ষ্য করে গুলি ছোড়ে, পরে সম্ভবত গ্রেনেড হামলার কারণে এতে আগুন ধরে যায়।ভারতের নর্দান কমান্ড সেনা সদরদপ্তর থেকে দেওয়া এক দাপ্তরিক বিবৃতি অনুযায়ী, ভারি বৃষ্টি ও নিম্ন দৃশ্যমানতার সুযোগ নিয়ে অজ্ঞাত ‘সন্ত্রাসীরা’ সেনাবাহিনীর যানটিতে গুলি চালায়। গাড়িটিতে আগুন ধরে যায় সম্ভবত গ্রেনেড ব্যবহারের কারণে। এ ঘটনায় ওই এলাকায় সন্ত্রাসবিরোধী অভিযানের জন্য মোতায়েন করা রাষ্ট্রীয় রাইফেলস ইউনিটের পাঁচ সদস্যের মৃত্যু হয়। হামলায় গুরুতর আহত আরেক সেনাকে সরিয়ে এনে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি এখন চিকিৎসাধীন আছেন। হামলাকারীদের শনাক্ত করতে ওই এলাকায় অভিযান চালানো হচ্ছে বলে বিবৃতিতে বলা হয়েছে। গত সপ্তাহে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি মূল্যায়ন করেছিলেন। ওই বৈঠকে জম্মু ও কাশ্মীরের গভর্নর, পুলিশের মহাপরিচালক ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।