স্যন্দন প্রতিনিধি, গোলাঘাটি,২১ এপ্রিল।। বিশালগড়ের কুখ্যাত নেশা কারবারি শক্তিজিৎ সরকারকে জালে তুলেছে ক্রাইম ব্রাঞ্চ। দীর্ঘদিন ধরে পালিয়ে বেড়াচ্ছিল সে।
অবশেষে বৃহস্পতিবার তাকে জালে তোলে পুলিশ এবং ক্রাইম ব্রাঞ্চ। ২০২০ সালের সেপ্টেম্বর মাসে আমতলী বাইপাস সংলগ্ন একটি গোডাউন থেকে প্রায় পঞ্চাশ হাজার বোতল নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার করেছিল এডিনগর থানার পুলিশ। পুলিশের তদন্তে এই নিষিদ্ধ কফ সিরাপ গুলোর মালিক হিসেবে শক্তিজিৎ সরকারের নাম উঠে আসে। এডি নগর থানার পুলিশ শক্তিজিৎ সরকার সহ আরো কয়েকজনের নামে এনডিপিএস এক্টে মামলা নথিভুক্ত করে। মামলা নম্বর ৮৯/২০২০। ২১ (সি)/২৫/২৭(এ)/২৯ এনডিপিএস এক্ট।
পুলিশ মামলা গ্রহণ করে অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা করে । কিন্তু ঘটনার পর থেকেই অভিযুক্ত শক্তিজিৎ সরকার সহ বাকি অভিযুক্তরা গা ঢাকা দেয়। পুলিশ বারবার গ্রেপ্তারের চেষ্টা করেও ব্যর্থ হয়। পরবর্তী সময়ে মামলাটি ক্রাইম ব্রাঞ্চ এর হাতে চলে যায় । তাকে গ্রেপ্তারের চেষ্টা জারি রাখে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় শক্তিজিৎ সরকারের বিশালগড়ের বাড়িতে হানা দেয় ক্রাইম ব্রাঞ্চের সদস্যরা। তখন বাড়িতেই ছিল শক্তিজিৎ। পুলিশের আনাগোনা টের পেয়ে ছাদ থেকে ঝাপ দিয়ে পালানোর চেষ্টা করে সে। কিন্তু শেষ রক্ষা হয়নি। ছাদ থেকে ঝাপ দিয়ে মারাত্মকভাবে জখম হয়েছে শক্তিজিৎ সরকার। পুলিশ তাকে আটক করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে রেফার করা হয় হাঁপানিয়া হাসপাতালে। সেখানে পুলিশের নজরদারিতে চিকিৎসাধীন রয়েছে শক্তিজিৎ ।