স্যন্দন ডিজিটেল ডেস্ক,,২১ এপ্রিল: রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের একটি যুদ্ধবিমান ভুল করে দেশটির বেলগোরোদ শহরে বোমাবর্ষণ করেছে।রাশিয়ার এই শহরটির অবস্থান ইউক্রেইন সীমান্তের কাছে। ওই বোমার আঘাতে শহরটির একটি প্রধান সড়কে প্রায় ২০ মিটার (৬০ ফুট) চওড়া গতর্ তৈরি হয়েছে বলে আঞ্চলিক গভর্নর বিচেস্লাভ গ্লাদকোভ জানিয়েছেন।বৃহস্পতিবার রাতের এ ঘটনায় দুই নারী আহত হয়েছেন বলে জানিয়েছেন তিনি। বিস্ফোরণে চারটি অ্যাপার্টমেন্ট ভবন ও চারটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়।রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, “বেলগোরোদ শহরের উপর দিয়ে বিমান বাহিনীর একটি সুখোই এসইউ-৩৪ বিমান উড়ে যাওয়ার সময় দুর্ঘটনাবশত আকাশযান থেকে একটি তোপ ছুটে যায়।”
এসইউ-৩৪ রাশিয়ার একটি সুপারসনিক যুদ্ধ ও বোমারু বিমান।রুশ বার্তা সংস্থাগুলো জানিয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় রাত সোয়া ১০টার দিকে ঘটনাটি ঘটেছে। এ বিষয়ে একটি তদন্ত শুরু করা হয়েছে।সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আসা ছবি ও ভিডিওতে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত অ্যাপার্টমেন্ট ভবন ও গাড়ি দেখা গেছে।৩ লাখ ৭০ হাজার বাসিন্দার শহর বেলগোরোদ ইউক্রেইন সীমান্ত থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে। ইউক্রেইনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের উত্তর দিকের এ শহরটির বাসিন্দারা যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ইউক্রেইনের গোলা হামলার শঙ্কায় মধ্যে বাস করছে বলে বিবিসি জানিয়েছে।ইউক্রেইনে যাওয়া পথে রাশিয়ার জঙ্গি বিমানগুলো নিয়মিতভাবে এ শহরটির উপর দিয়ে উড়ে যায়।