Friday, October 18, 2024
বাড়িজাতীয়ঋণখেলাপির সম্পদ বিক্রি করে ১৩ হাজার কোটি উদ্ধার করছে ব্যাঙ্কগুলি: নির্মলা

ঋণখেলাপির সম্পদ বিক্রি করে ১৩ হাজার কোটি উদ্ধার করছে ব্যাঙ্কগুলি: নির্মলা

নয়াদিল্লি, ২০ ডিসেম্বর (হি.স) : ঋণখেলাপিদের সম্পদ বিক্রি করে কয়েক হাজার কোটি টাকা উদ্ধার করেছে ব্যাঙ্কগুলি। সোমবার এ কথা জানিয়ে লোকসভায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, নীরব মোদী বা বিজয় মাল্যর মতো ঋণখেলাপিদের বাজেয়াপ্ত করা সম্পত্তি বিক্রি করে ব্যাঙ্কগুলি ১৩১০৯ কোটি টাকা উদ্ধার করেছে। এক প্রশ্নের উত্তরে সীতারামন জানান, গত সাত বছরে অনাদায়ী ঋণ বাবদ পাঁচ লক্ষ ৪৯ হাজার কোটি টাকা উদ্ধার করেছে ব্যাঙ্কগুলি।

দেশের বিভিন্ন ব্যাঙ্কে হাজার হাজার কোটি টাকা বকেয়া পড়ে রয়েছে বেশ কিছু ব্যবসায়ী তথা শিল্পপতির। ওই সমস্ত ঋণখেলাপিদের একাংশ আবার বিদেশে পালিয়ে গিয়েছেন। অন্য দিকে মুক্ত অর্থনীতির খোলা হাওয়ায় ব্যাঙ্কের আমানতের উপর সুদ কমছে প্রতি বছরই। এর ফলে দেশের মানুষ বিশেষত আমানতের সুদের উপর নির্ভরশীল অবসরপ্রাপ্ত মানুষজনের উদ্বেগ বেড়েছে। এ নিয়ে জনমানসে অসহায়তার পাশাপাশি সরকারের বিরুদ্ধে ক্ষোভও রয়েছে বলে সংশ্লিষ্ট মহলের একাংশের ধারণা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য