মাদ্রিদ, ২০ ডিসেম্বর (হি.স.): করোনাভাইরাসে আক্রান্ত হলেন টেনিস তারকা রাফায়েল নাদাল। কোভিডে আক্রান্ত হওয়ায় অস্ট্রেলিয়ান ওপেনে তাঁর খেলা একেবারে অনিশ্চিত হয়ে গেল। প্রায় চার মাস আবু ধাবিতে গত সপ্তাহে প্রথম ম্যাচ খেলেছিলেন নাদাল, সোমবার জানা গেল তিনি করোনাভাইরাসে আক্রান্ত। আবু ধাবি থেকে স্পেনে ফেরার পরই নাদাল জানতে পারলেন তিনি করোনা-আক্রান্ত।
রাফায়েল নাদাল জানিয়েছেন, সকলকে জানাতে চাই আবু ধাবি প্রতিযোগিতার পর, পিসিআর টেস্টে আমি করোনাভাইরাসে সংক্রমিত হয়েছি। স্পেনে ফেরার পর আমি টেস্ট করিয়েছিলাম। কোভিডে আক্রান্ত হওয়ায় অস্ট্রেলিয়ান ওপেনে তাঁর খেলা একেবারে অনিশ্চিত হয়ে গেল। নাদালের আশা তিনি শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন।