মোরবি, ২৪ নভেম্বর (হি.স.): গুজরাটের মোরবি জেলায় ঝুলন্ত সেতু বিপর্যয়ের ঘটনায় গুজরাট সরকারকে তিরস্কার করল গুজরাট হাইকোর্ট। ক্ষতিপূরণ দেওয়া নিয়ে বৃহস্পতিবার গুজরাট সরকারকে তীব্র ভর্ৎসনা করেছে গুজরাট হাইকোর্ট। পর্যবেক্ষণে হাইকোর্ট বলেছে, মৃতের স্বজনদের দেওয়া ক্ষতিপূরণ নিতান্তই কম। হাইকোর্ট বলেছে, ক্ষতিপূরণ বাস্তবসম্মত হওয়া উচিত এবং পর্যাপ্ত ক্ষতিপূরণ প্রদান করা সময়ের প্রয়োজন।
পর্যবেক্ষণে গুজরাট হাইকোর্ট আরও বলেছে, গুরুতর আহতদের দেওয়া ক্ষতিপূরণও তুলনামূলক কম।রাজ্যকে একটি বিশদ হলফনামা দাখিল করতে এবং ক্ষতিপূরণের জন্য একটি নীতি নিয়ে আসতে বলেছে হাইকোর্ট। এদিন গুজরাট হাইকোর্ট নির্দেশ দিয়েছে, রাজ্যের সমস্ত সেতুর সমীক্ষা করতে হবে। হাইকোর্ট বলেছে, সেতুগুলি ঠিক আছে কিনা তা নিশ্চিত করুন। কতগুলি সেতু একই অবস্থায় আছে তা উল্লেখ করে সব সেতুর তালিকা চেয়েছে হাইকোর্ট। হাইকোর্ট বলেছে, একটি প্রত্যয়িত রিপোর্ট থাকা উচিত এবং তা হাইকোর্টের সামনে রাখা দরকার৷