স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ জুলাই :আগরতলা শহরের বর্জ্য পদার্থ সংগ্রহ করার জন্য ৬০ টি নতুন গাড়ি ক্রয় করা হয়। সেগুলো আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় শুক্রবার। এদিন বড়জলা টি আর টি সি গ্যারেজে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদারের উপস্থিতিতে গাড়ি গুলির উদ্বোধন হয়।
তারপর তিনি বক্তব্য রেখে বলেন, আগরতলা পৌর নিগমকে সময় দিতে হবে। কাজ করে দেখানো হবে। বিজ্ঞানসম্মতভাবে আগরতলা শহরকে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হিসেবে গড়ে তোলা হবে। বিশেষ করে রাজ্য সরকার এবং আগরতলা পুর নিগম যৌথভাবে চাইছে আগরতলা বাসিকে যাতে নাগরিক পরিষেবা সঠিকভাবে দেওয়া যায়। তবে এর জন্য সকলকে সহযোগিতা করতে হবে। ক্রয় করা গাড়িগুলি পরিবেশবান্ধব। গাড়িগুলি দ্বারা কোন দূষণ হবে না পরিবেশে। আয়োজিত অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব সহ অন্যান্যরা।