নয়াদিল্লি, ২৩ নভেম্বর (হি.স.): জল্পনাই সত্যি হল, তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন কংগ্রেস নেতা কীর্তি আজাদ। ১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ী প্রাক্তন ভারতীয় ক্রিকেটার হলেন কীর্তি। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে লোকসভা ভোটের ঠিক আগে বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছিলেন তিনি। মঙ্গলবার দিল্লিতে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন কীর্তি। তাঁকে দলে স্বাগত জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
ঘটনাচক্রে তৃণমূল নেত্রী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন রাজধানীতেই। চার দিনের সফরে দিল্লিতে রয়েছেন তিনি। থাকছেন অভিষেকের বাসভবনে। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করে বৃহস্পতিবার রাজ্যে ফেরার কথা তাঁর। মঙ্গলবারই মমতার সঙ্গে দিল্লিতে দেখা করেছেন কবি ও গীতিকার জাভেদ আখতার এবং সাংবাদিক সুধীন্দ্র কুলকার্নি।