Thursday, December 4, 2025
বাড়িজাতীয়বিরোধী চাপে নতিস্বীকার, সংসদে SIR নিয়ে আলোচনায় রাজি সরকার পক্ষ!

বিরোধী চাপে নতিস্বীকার, সংসদে SIR নিয়ে আলোচনায় রাজি সরকার পক্ষ!

স্যন্দন ডিজিটেল ডেস্ক ০২ ডিসেম্বর : মঙ্গলবার বিরোধীদের লাগাতার বিক্ষোভের মুখে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানান, “আমরা ইলেক্টোরাল রিফর্মস থেকে শুরু করে দেশের মানুষের সব ইস্যু নিয়ে আলোচনা করতে প্রস্তুত।”

শীতকালীন অধিবেশেনের প্রথম দিন থেকেই এসআইআর নিয়ে বিরোধীদের আলোচনার দাবিতে তপ্ত হয়ে উঠেছে সংসদ। সোমবার দফায় দফায় মুলতুবি করে দিতে হয় লোকসভার অধিবেশন। সেই একই ছবি মঙ্গলবারও। এদিনও বিরোধী শিবির সম্মিলিতভাবে বিক্ষোভ দেখানোয় দফায় দফায় মুলতুবি করে দিতে হয় অধিবেশন। সরকার দাবি না মানায় সংসদ চত্বরে ফের বিক্ষোভ দেখানো শুরু করে বিরোধী শিবির। সেই বিক্ষোভের চাপে এবার সুর নরম করল কেন্দ্র।

সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানান, “আমরা সব বিরোধী দলের সঙ্গে কথা বলেছি। আমরা ইলেক্টোরাল রিফর্মস থেকে শুরু করে দেশের মানুষের সব ইস্যু নিয়ে আলোচনা করতে প্রস্তুত। আমি আজকে বিরোধী দলনেতাদের বৈঠকে ডেকেছি। আপনারা অপেক্ষা করুন এবং আলোচনায় অংশগ্রহণ করুন। দেশের মানুষের অনেক ইস্যু রয়েছে, যেটা নিয়ে আলোচনার প্রয়োজন রয়েছে। কিন্তু কোনওরকম টাইমলাইন দেবেন না।” জানা গিয়েছে, রিজিজু বিরোধী দলগুলির কাছে সদন চালানোর ক্ষেত্রে সহযোগিতা প্রার্থনা করবেন। SIR নিয়ে আলোচনার দিনক্ষণও ঠিক করা হবে মঙ্গলবারই।

একদিন আগেই রাজ্যসভায় SIR নিয়ে আলোচনার ইঙ্গিত দিয়েছিল কেন্দ্র। যদিও সরকারিভাবে কিছু জানানো হয়নি। আসলে SIR আলোচনার জন্য চাপ বাড়ছিল বিজেপির উপর। বিরোধীরা তো বটেই শমীক ভট্টাচার্যের মতো বিজেপি নেতারাও এই ইস্যুতে আলোচনা চাইছিলেন। তাই বাধ্য হয়েই নতিস্বীকার।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য