নয়াদিল্লি, ১৬ নভেম্বর (হি.স.): বুধবার, ১৭ নভেম্বর থেকেই খুলে যাচ্ছে কর্তারপুর সাহিব করিডর। মঙ্গলবার টুইট করে জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
এদিন স্বরাষ্ট্রমন্ত্রী টুইট করে জানিয়েছেন, “একটি বড় সিদ্ধান্ত, যা বিপুল সংখ্যক শিখ তীর্থযাত্রীদের উপকৃত করবে, সরকার আগামীকাল, ১৭ নভেম্বর থেকে কর্তারপুর সাহিব করিডর পুনরায় খোলার সিদ্ধান্ত নিয়েছে৷ এ
ই সিদ্ধান্তটি শ্রী গুরুনানক দেবজি এবং আমাদের শিখ সম্প্রদায়ের প্রতি মোদী সরকারের অগাধ শ্রদ্ধা প্রতিফলিত করেছে৷”কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানিয়েছেন, ১৯ নভেম্বর গুরুনানকের প্রকাশ উৎসব উদযাপনের জন্য দেশ প্রস্তুত। স্বরাষ্ট্রমন্ত্রীর বিশ্বাস, কর্তারপুর সাহিব করিডর খোলার যে সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র, এর ফলে শিখদের মধ্যে আনন্দ আরও অনেকটাই বাড়বে।