নয়াদিল্লি, ১৬ নভেম্বর (হি.স.): জাতীয় প্রেস দিবসে সংবাদ মাধ্যমের সমস্ত পেশাদারদের শুভেচ্ছা জানালেন উপ-রাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নাইডু। সংবাদ মাধ্যমের ভূয়সী প্রশংসা করে উপ-রাষ্ট্রপতি জানালেন, সাম্প্রতিককালে ভুয়ো খবরের সময়ে সঠিক, বিশ্বাসযোগ্য ও নিরপেক্ষ সংবাদ ও তথ্য প্রদানে সংবাদ মাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রতিবছর ১৬ নভেম্বর দিনটি জাতীয় প্রেস দিবস হিসেবে পালিত হয়। মঙ্গলবার টুইট করে উপ-রাষ্ট্রপতি জানিয়েছেন, “জাতীয় প্রেস দিবসে সংবাদ মাধ্যমের সমস্ত পেশাদারদের শুভেচ্ছা। সাম্প্রতিককালে ভুয়ো খবরের সময়ে সঠিক, বিশ্বাসযোগ্য ও নিরপেক্ষ সংবাদ ও তথ্য প্রদানে সংবাদ মাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।” উপ-রাষ্ট্রপতি টুইটে আরও জানিয়েছেন, “গণমাধ্যমকে অবশ্যই সাংবাদিকতার মূল নীতিগুলি সমুন্নত রাখতে হবে। গণতন্ত্রকে শক্তিশালী করার ক্ষেত্রে একজন সচেতন ও সজাগ নাগরিক অত্যাবশ্যক এবং এই প্রেক্ষাপটে সংবাদের প্রচার আরও গুরুত্বপূর্ণ।”