Friday, March 29, 2024
বাড়িজাতীয়পেটিএম, রেজারপে এবং ক্যাশ ফ্রী-র জায়গায় ইডি-র হানা, বাজেয়াপ্ত ১৭ কোটি টাকা

পেটিএম, রেজারপে এবং ক্যাশ ফ্রী-র জায়গায় ইডি-র হানা, বাজেয়াপ্ত ১৭ কোটি টাকা

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর ( হি.স.) : এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) চিনা লোন অ্যাপ মামলা সম্পর্কিত অনলাইন পেমেন্ট গেটওয়ে কোম্পানিতে অভিযান চালিয়েছে। ইডি টিম অনলাইন পেমেন্ট গেটওয়ে রেজারপে, পেটিএম এবং ক্যাশ ফ্রি-র দফতরে হানা দিয়েছে। শনিবার এ খবর জানিয়েছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা।

চাইনিজ লোন অ্যাপ মামলা সংক্রান্ত মামলায় ইডি টিম এই অভিযান চালাচ্ছে। ইডি অনুসারে, শুক্রবার বেঙ্গালুরুতে ছয়টি স্থানে অভিযান শুরু হয়েছিল, যা শনিবারও অব্যাহত রয়েছে। অভিযানের সময়, তদন্তকারী আধিকারিকরা বিভিন্ন চিনা মার্চেন্ট আইডি এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে রাখা ১৭ কোটি টাকা বাজেয়াপ্ত করেছে।

এনফোর্সমেন্ট ডিরেক্টরেট পিএমএল অ্যাক্ট ২০০২ এর অধীনে কর্ণাটকের বেঙ্গালুরু সহ ছয়টি স্থানে অভিযান চালাচ্ছে। সংস্থার মতে, বর্তমানে চিনাদের “নিয়ন্ত্রিত” “অবৈধ” তাত্ক্ষণিক স্মার্টফোন-ভিত্তিক ঋণের বিরুদ্ধে অনলাইন পেমেন্ট গেটওয়ে কোম্পানি রেজারপে, পেটিএম এবং ক্যাশফ্রি-র দফতরে অভিযান চলছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য