Friday, March 21, 2025
বাড়িরাজ্যশিক্ষক দিবস থেকে আগামী দিনের রণকৌশল তৈরি করবে ১০,৩২৩

শিক্ষক দিবস থেকে আগামী দিনের রণকৌশল তৈরি করবে ১০,৩২৩

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ সেপ্টেম্বর : ৫ সেপ্টেম্বর জাতীয় শিক্ষক দিবস পালন করার উদ্যোগ নিয়েছে চাকরিচ্যুত ১০,৩২৩ শিক্ষক শিক্ষিকারা। এবং এদিন প্রয়াত ১৪৯ শিক্ষক শিক্ষিকাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হবে। শনিবার সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান চাকরিচ্যুত শিক্ষক বিজয় কৃষ্ণ সাহা।

এদিন সিটি সেন্টারের সামনে সাংবাদিক সম্মেলন করে আরো বলেন, শিক্ষক দিবসের দিন সকাল ১১ টা থেকে সিটি সেন্টারের সামনে তারা নিজেদের মতো করে শিক্ষক দিবস পালন করবে। রাজ্যে সবকটি জেলাতে এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এদিন শিক্ষক দিবস থেকে আগামী দিনের জন্য আবারো তৈরি হবে চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকারা। অর্থাৎ আগামী দিনে রণকৌশল তৈরি করা হবে। এদিকে কমল দেব জানান যেহেতু সুপ্রিম কোর্টের আর টি আর মূলে জানতে পেরেছে সকলের চাকুরি যায়নি তাই এখন থেকে তারা চাকরিচ্যুত শিক্ষক বলে নিজেদের মনে করেন না। যার পরিপ্রেক্ষিতে বিগত বছরের মতো এ বছর শিক্ষক দিবসে কালো দিবস পালন করার কোন উদ্যোগ গ্রহণ করা হয়নি বলে জানান এদিন। তবে এই দিনও তারা সরকারের কাছে দাবি জানায়, ভুল ব্যাখ্যা না করে স্থায়ী সমাধান করার জন্য, না হলে আগামী দিনে পুনরায় আন্দোলনের নামবে। এমনটাই হুঁশিয়ারি দিলেন এদিন সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য