Friday, March 29, 2024
বাড়িজাতীয়দেশপ্রেম ও বীরত্বের প্রতীক ছিলেন বিরসা মুন্ডা : অমিত শাহ

দেশপ্রেম ও বীরত্বের প্রতীক ছিলেন বিরসা মুন্ডা : অমিত শাহ

নয়াদিল্লি, ১৫ নভেম্বর (হি.স.): জন-আন্দোলনের নেতা ও স্বাধীনতা সংগ্রামী বিরসা মুন্ডাকে অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জন্মজয়ন্তীতে বিরসা মুন্ডাকে শ্রদ্ধা জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, দেশপ্রেম ও বীরত্বের প্রতীক ছিলেন বিরসা মুন্ডা। পাশাপাশি প্রতিষ্ঠা দিবসে ঝাড়খণ্ডের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

সোমবার সকালে একাধিক টুইটে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, “দেশপ্রেম, বীরত্ব ও ধর্মপ্রাণতার প্রতীক বিরসা মুন্ডাজি, আদিবাসীদের পরিচয় ও অধিকার রক্ষার জন্য বিদেশী শাসনের বিরুদ্ধে ‘উলগুলান’ আন্দোলন শুরু করে সমাজকে একটি নতুন দিক নির্দেশনা দিয়েছিলেন।” বিরসা মুন্ডার জন্মজয়ন্তী জনজাতীয় গৌরব দিবস হিসেবে এদিন উদযাপন করা হয়েছে। সেই উপলক্ষ্যেও শুভেচ্ছা জানিয়েছেন অমিত শাহ।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য