Monday, March 17, 2025
বাড়িজাতীয়উত্তরাখণ্ডে মেঘ ভাঙা ভারী বৃষ্টিতে ৪ জন মৃত, ১৩ জন নিখোঁজ

উত্তরাখণ্ডে মেঘ ভাঙা ভারী বৃষ্টিতে ৪ জন মৃত, ১৩ জন নিখোঁজ

দেহরাদুন, ২০ আগস্ট ( হি.স.) : শনিবার ভোররাতে উত্তরাখণ্ডের দেহরাদুনে মেঘ ভাঙা বৃষ্টিতে বিপর্যয়। দেহরাদুনের রাইপুর ব্লকের সারখেত গ্রামে রাত ২টো ৪৫ মিনিটে মেঘ ভাঙা বৃষ্টি হয়। খবর পেয়েই ঘটনাস্থলে গিয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী।

উত্তরাখণ্ডে শুক্রবার-শনিবার মধ্যবর্তী রাত থেকে অবিরাম বৃষ্টির কারণে জনজীবন মারাত্মকভাবে প্রভাবিত হয়েছে। রাজ্যের তিনটি জেলায় মেঘভাঙা বৃষ্টিতে এ পর্যন্ত ৪ জনের মৃত্যু হয়েছে এবং ১৩ জন নিখোঁজ রয়েছেন। প্রবল বৃষ্টির কারণে তিনটি জাতীয় মহাসড়ক সহ রাজ্যের ২৮২টি রাস্তা বন্ধ রয়েছে, যার মধ্যে ৩২টি রাস্তায় আজ যান চলাচল পুনরায় চালু হয়েছে।

ভারি বর্ষণ ও মেঘভাঙা বৃষ্টির কারণে নদী-নালা প্রবল অবস্থায় থাকায় অনেক এলাকায় মানুষ আটকে পড়েছেন। তবে উদ্ধার ও ত্রাণের কাজ যুদ্ধকালীন ভিত্তিতে করা হচ্ছে। দেরাদুন, পাউরি এবং তেহরি সহ তিনটি জেলায় প্রবল বৃষ্টির কারণে রাজ্যে এখনও পর্যন্ত ৩৪টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ৭৩টি পশু মারা গেছে।

অন্যদিকে, ঋষিকেশ ও আশপাশের গ্রামাঞ্চলে বৃষ্টির কারণে জনজীবন সম্পূর্ণভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে, যার জেরে শহরের কেন্দ্রস্থলে প্রবাহিত চন্দ্রভাগা, সুসুভা নদী সহ সমস্ত নালা জলাবদ্ধতা রয়েছে। মুনিকি রেটি থানা এলাকার তপোবনে বৃষ্টির জেরে জনজীবন বির্পযস্ত। দুই থেকে চার বছরের শিশুসহ তার আশেপাশে থাকা ৮১ জন আটকে পড়েছেন। তবে সবাইকে নিরাপদে বের করে আনা হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য