নয়াদিল্লি, ২০ আগস্ট (হি.স.): জম্মু ও কাশ্মীরের পহেলগামে বাস দুর্ঘটনায় আহত ইন্দো-তিব্বত বর্ডার পুলিশ (আইটিবিপি) জওয়ানদের সঙ্গে দেখা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ। শনিবার এইমস ট্রমা সেন্টারে গিয়ে তিনজন আহত আইটিবিপি জওয়ানদের সঙ্গে দেখা করে তাদের স্বাস্থ্যের খোঁজখবর নিলেন অমিত শাহ। কথা বলেছেন সকলের সঙ্গে, সকলের দ্রুত সুস্থতা কামনা করেছেন তিনি। বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে এই জওয়ানদের শ্রীনগর থেকে দিল্লিতে আনা হয়।
গত ১৬ আগস্ট জম্মু-কাশ্মীরের পহেলগামে দুর্ঘটনার কবলে পড়ে একটি বাস। ওই দুর্ঘটনায় প্রাণ হারান ৭ জন আইটিবিপি জওয়ান। আহত জওয়ানরা নতুন দিল্লির এইমস ট্রমা সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন। এদিন হাসপাতালে গিয়েই তাঁদের সঙ্গে দেখা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পরে তিনি টুইট করে জানান, আমাদের সাহসী আইটিবিপি জওয়ানদের সঙ্গে দেখা করেছি, যারা এইমস ট্রমা সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন। সকলের দ্রুত আরোগ্য কামনা করছি।
আইটিবিপি মুখপাত্র বিবেক পান্ডে বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে ডাক্তাররা জওয়ানদের স্বাস্থ্যের অবস্থা এবং চিকিত্সা পদ্ধতি সম্পর্কে অবহিত করেন। আইটিবিপির ঊর্ধ্বতন কর্তারাও আহতদের স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রীকে অবহিত করেন।
উল্লেখ্য, গত ১৬ আগস্ট জম্মু ও কাশ্মীরের পাহালগামের কাছে একটি মর্মান্তিক বাস দুর্ঘটনা ঘটে। আইটিবিপি কর্মীরা অমরনাথ যাত্রা – ২০২২-এ সফলভাবে নিরাপত্তা দায়িত্ব পালন করার পরে চন্দনওয়াড়ি থেকে ফিরে আসছিলেন। দুর্ঘটনায় সাত জওয়ান নিহত এবং ৩২ জন আহত হয়েছেন। আহত জওয়ানদের ওই দিনই চিকিৎসার জন্য শ্রীনগরে নিয়ে যাওয়া হয়।