Monday, March 17, 2025
বাড়িজাতীয়ফের ২৬/১১-এর মত হামলার হুমকি, আতঙ্ক মুম্বইজুড়ে, অজ্ঞাত অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের

ফের ২৬/১১-এর মত হামলার হুমকি, আতঙ্ক মুম্বইজুড়ে, অজ্ঞাত অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের

মুম্বই, ২০ আগস্ট ( হি.স.) : মুম্বইয়ে সন্ত্রাসী হামলার হুমকির বার্তা পাওয়ার পর ওয়ারলি থানায় অজানা অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে। মুম্বই পুলিশ কমিশনার বিবেক ফলসঙ্কর বলেন, এই বিষয়টির তদন্ত মুম্বই পুলিশ এবং ক্রাইম ব্রাঞ্চ পুলিশ করছে। বার্তাটির তথ্য সন্ত্রাসবিরোধী স্কোয়াডের সঙ্গে শেয়ার করা হয়েছে।

মুম্বই পুলিশ কমিশনার শনিবার সাংবাদিকদের বলেন, মুম্বইয়ের ট্রাফিক কন্ট্রোল রুমে মুম্বাইতে ২৬/১১ সন্ত্রাসী হামলার বিষয়ে একটি বার্তা পাওয়া গেছে। এই বার্তার পর পুলিশ ও ক্রাইম ব্রাঞ্চ একসঙ্গে তদন্ত করছে। ওয়ারলি থানায় অজ্ঞাত অভিযুক্তদের বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়েছে।

বাণিজ্য নগরি মুম্বইয়ে ফের ২৬/১১-র ধাঁচে হামলা হবে। পাকিস্তানের একটি নম্বর থেকে এমনই হুমকি পেল মুম্বই পুলিশ।শনিবার মুম্বই পুলিশের ট্রাফিক কন্ট্রোলের তরফে এই হুমকির বিষয়ে নিশ্চিত করা হয়েছে। বলা হয়েছে, হোয়াটসঅ্যাপ মেসেজে পাঠানো হয়েছে সন্ত্রাসবাদী হামলার হুমকি। ইতিমধ্যে এই বিষয়ে তদন্তে নেমেছে পুলিশ। শহরে জারি হয়েছে সতর্কতা।

সূত্রের দাবি, যে নম্বর থেকে হোটাসঅ্যাপে নাশকতার হুমকি দেওয়া হয়েছে সেটি পাকিস্তানেরই। যদিও অন্য একটি সূত্রের দাবি, নম্বরটি প্রতিবেশী কোনও দেশের। পাকিস্তানের কিনা নিশ্চিত নয়। ওই মেসেজে বলা হয়েছে, ২৬/১১-এর ধাঁচেই মুম্বইতে হামলা হবে। বিস্ফোরণ ঘটানো হবে শহরে। মুম্বই পুলিশ সূত্রে জানা গিয়েছে, হোটাসঅ্যাপে মেসেজে মু্ম্বইয়ে হামলার হুমকির পাশাপাশি বলা হয়েছে, উদয়পুরের দরজির মুণ্ডচ্ছেদের মতো ঘটনাও হবে সৈকত শহরে। এই মেসেজ পাওয়ার পরেই সতর্কতা জারি হয়েছে মুম্বই জুড়ে। বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশ।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য