Thursday, March 28, 2024
বাড়িজাতীয়কৃষকদের আয় দ্বিগুণ করতে ব্যর্থ হয়েছে মোদী সরকার : রাহুল গান্ধী

কৃষকদের আয় দ্বিগুণ করতে ব্যর্থ হয়েছে মোদী সরকার : রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৫ জুলাই (হি.স.): কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ফের আক্রমণ শানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এবার কৃষকদের স্বার্থে টুইট করলেন রাহুল। টুইটারে তিনি লিখেছেন, কৃষকদের আয় দ্বিগুণ করতে ব্যর্থ হয়েছে মোদী সরকার। তাঁর মতে, ২০২২ সাল পর্যন্ত কৃষকদের আয় তো দ্বিগুণ হয়নি, বরং অত্যাচার দ্বিগুণ হয়েছেন।

রাহুল গান্ধী এদিন টুইট করে লিখেছেন, “প্রধানমন্ত্রী ‘কৃষক হয়রানি’ প্রকল্প: -শহীদ কৃষকদের কোনও ক্ষতিপূরণ দেওয়া হয়নি। কৃষকদের আত্মহত্যার কোনও পরিসংখ্যান নেই। ‘বন্ধুদের’ ঋণ মকুব করা হয়েছে, কৃষকদের নয়। ‘সঠিক এমএসপি’-র মিথ্যা প্রতিশ্রুতি। শস্য বীমার নামে বীমা কোম্পানিগুলিকে ৪০ হাজার কোটি টাকার সুবিধা। ২০২২-এর মধ্যে ‘আয় দ্বিগুণ’ করার কথা ছিল, ‘অত্যাচার দ্বিগুণ’ হয়েছে।”

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য