নয়াদিল্লি, ২৫ জুলাই (হি.স.): দ্রৌপদী মুর্মুর হাতে দায়িত্বভার তুলে দিয়ে রাষ্ট্রপতি ভবন ছাড়লেন রামনাথ কোবিন্দ। সোমবারই সদ্য প্রাক্তন রাষ্ট্রপতি পৌঁছে গিয়েছেন ১২ জনপথ রোড়ের নতুন বাসভবনে। এই বাসভবনই এখন রামনাথ কোবিন্দের নতুন ঠিকানা। সোমবারই রাষ্ট্রপতি পদ থেকে অবসর নিয়েছেন রামনাথ কোবিন্দ। তার আগে রবিবার দেশবাসীর উদ্দেশে রাষ্ট্রপতি হিসেবে শেষ ভাষণ দেন তিনি।
সোমবার সকালে সংসদের সেন্ট্রাল হলে দেশের পঞ্চদশতম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন দ্রৌপদী মুর্মু। সেখান থেকে রাষ্ট্রপতি ভবনে পৌঁছনোর পর দ্রৌপদী মুর্মুর হাতে দায়িত্বভার তুলে দেন রামনাথ কোবিন্দ। রাষ্ট্রপতি ভবনে এদিন গার্ড অফ অনারে অভিবাদন জানানো হয় দেশের নতুন রাষ্ট্রপতিকে। তিন বাহিনীর পক্ষ থেকে নতুন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে গার্ড অফ অনারে অভিবাদন জানানো হয়। এদিন রাষ্ট্রপতি ভবনে তিন বাহিনীর পক্ষ থেকে বিদায়ী রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকেও গার্ড অফ অনারে অভিবাদন জানানো হয়।
২০২০ সালে মৃত্যুর আগে পর্যন্ত ১২ জনপথের বাসভবনে থাকতেন প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসোয়ান। বাড়ি খালি করার নোটিশের পরে, তাঁর ছেলে চিরাগ পাসোয়ান এপ্রিল মাসে বাড়িটি খালি করেছিলেন। এই বাংলোটি কোবিন্দের থাকার জন্য প্রস্তুত করা হয়েছে। এদিন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা, কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ পুরী এবং ভি কে সিং প্রমুখ কোবিন্দকে নতুন বাড়িতে স্বাগত জানান।