Thursday, March 28, 2024
বাড়িবিশ্ব সংবাদমারিউপোলের সেনারা আত্মসমর্পণ করবে না: ইউক্রেইন

মারিউপোলের সেনারা আত্মসমর্পণ করবে না: ইউক্রেইন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ এপ্রিল।  রাশিয়ার পক্ষ থেকে ইউক্রেইনের বন্দরনগরী মারিউপোলের সেনাদের আত্মসমর্পণের জন্য দেওয়া আল্টিমেটাম প্রত্যাখ্যান করেছেন সেখানকার কর্মকর্তারাসহ ইউক্রেইনীয় এক এমপি।

বিবিসি-কে ইউক্রেইনের ওডেসা নগরীর এমপি ওলেক্সি গনচারেঙ্কো বলেছেন, “মারিউপোলে ইউক্রেইনীয় সেনারা আত্মসমর্পণ করবে না। আমি গতকালই তাদের সঙ্গে কথা বলেছি। আমি জানি, তারা শেষ পর্যন্ত লড়ে যাবে।”মারিউপোলের মেয়রের উপদেষ্টা পেত্রো আন্দ্রিউসচেঙ্কোও টেলিগ্রামে বলেছেন, “রাশিয়া অবশিষ্ট সেনাদের জন্য ‘আত্মসমর্পণ করিডোর’ এর ব্যবস্থা করার প্রস্তাব দেওয়ার পরও আমাদের প্রতিরক্ষা সেনারা তাদের প্রতিরোধ অক্ষুন্ন রেখেছে।”রোববার রাশিয়া মস্কো সময় সকাল ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত ইউক্রেইনীয় সেনা ও ‘বিদেশি ভাড়াটে সেনাদের’ অস্ত্র সমর্পণে সময় বেঁধে দিয়ে বলেছে, যারাই অস্ত্র নামিয়ে রাখবে, তাদেরকে যুদ্ধবন্দির মর্যাদা দেওয়া হবে ও জেনেভা কনভেনশন অনুযায়ী আচরণ করা হবে।

অন্যদিকে, রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভাষ্য, তারা শনিবারই শহরটির অন্য সব এলাকার নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে, ইউক্রেইন বাহিনীর কেবল অল্প কিছু সেনা এখন বিশাল আজভস্টাল ইস্পাত কারখানা সংশ্লিষ্ট এলাকায় অবরুদ্ধ হয়ে আছে।

ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, মারিউপোলের ইউক্রেইনীয় যোদ্ধাদেরকে সেখান থেকে হটিয়ে দেওয়া হলে যুদ্ধ অবসানে শুরু হওয়া শান্তি আলোচনার ইতি ঘটবে।ইউক্রেইনীয় এমপি ওলেক্সি গনচারেঙ্কো মারিউপোলে রাশিয়ার হত্যাযজ্ঞকে ‘প্রকৃতই গণহত্যা’ আখ্যা দিয়েছেন। তিনি আনুমানিক হিসাব দিয়ে বলেন, অবরুদ্ধ এই নগরীতে প্রায় ১ লাখ মানুষ আছে। তার মধ্যে ২০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে বলে ধারণা করা হয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য