Thursday, July 24, 2025
বাড়িবিশ্ব সংবাদবোমা হামলার হুমকিতে ট্রাম্পের বাছাই করা মন্ত্রী ও প্রশাসনিক কর্তারা

বোমা হামলার হুমকিতে ট্রাম্পের বাছাই করা মন্ত্রী ও প্রশাসনিক কর্তারা

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৮ নভেম্বর: যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নতুন মন্ত্রিসভার জন্য বেছে নেওয়া একাধিক সদস্য ও মনোনীত কর্মকর্তা বোমা হামলার হুমকির মুখে পড়েছেন বলে জানিয়েছে গোয়েন্দা সংস্থা এফবিআই।ট্রাম্পের মন্ত্রিসভার মনোনীতদের বেশ কয়েকজনকে মঙ্গলবার রাত এবং বুধবার সকালে হুমকি দেওয়া হয়। তাদের ওপর বোমা হামলা চালিয়ে প্রাণনাশের হুমকি দেওয়া ছাড়াও ‘সোয়াটিং’ অর্থাৎ, ভুয়া ফোনকল করে বাড়িতে পুলিশ পাঠিয়ে হয়রানি করারও হুমকি দেওয়া হয়েছে।

এফবিআই জানিয়েছে, বোমা হামলা এবং সোয়াটিংয়ের এমন বেশ কয়েকটি হুমকির বিষয়ে তারা অবগত। হুমকিগুলোকে তারা অত্যন্ত গুরুত্বসহকারে দেখছে এবং পুলিশের সঙ্গে সমন্বয় রেখে কাজ করছে।বিবিসি জানায়, নিউ ইয়র্ক রাজ্যের রিপাবলিকান এলিস স্টেফানিক, যাকে ট্রাম্প জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসাবে মনোনীত করেছেন, তিনি বোমা হামলার হুমকি পেয়েছেন বলে জানিয়েছেন।স্টেফানিক বলেন, তিনি, তার স্বামী এবং তিন বছরের ছেলে ওয়াশিংটন থেকে নিউ ইয়র্কের সারাটোগা কাউন্টিতে যাওয়ার সময় এই হুমকির বিষয়ে তারা জানতে পারেন।

সোশ্যাল মিডিয়ায় স্টেফানিকের কার্যালয় থেকে জানানো হয়েছিল যে, বুধবার সকালে তার বাসভবনে বোমা হামলার হুমকি এসেছে। পুলিশ দ্রুতই এ বিষয়ে ব্যবস্থা নিয়েছে বলে জানান স্টেফানিক।পুলিশ এই হুমকির ঘটনাগুলো তদন্ত করে দেখছে। ট্রাম্পের ট্র্যানজিশন টিমের মুখপাত্র ক্যারোলিন লেভিট বলেছেন, কয়েকজনকে হুমকির নিশানা করা হয়েছে এবং আইনপ্রয়োগকারী কর্মকর্তারা দ্রুতই তাদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবস্থা নিয়েছে।তবে ঠিক কারা এই হুমকি পেয়েছেন বা কীভাবে তাদেরকে হুমকি দেওয়া হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি লেভিট।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, নিউ ইয়র্কের সাবেক মার্কিন প্রতিনিধি লি জেলডিন,যাকে ট্রাম্প পরিবেশ সুরক্ষা সংস্থার প্রধান পদের জন্য বেছে নিয়েছেন, সেই জেলডিনও বুধবার বলেছেন তিনি ও তার পরিবারকে হুমকির নিশানা করা হয়েছে।এক্সে এক বিবৃতি পোস্ট করে তিনি বলেন, “ফিলিস্তিন-পন্থি চিন্তাধারার বার্তা দিয়ে একটি পাইপ বোমা হামলার হুমকি আজ আমাদের বাসায় পাঠানো হয়েছে আমাকে এবং আমার পরিবারকে নিশানা করে। আমি এবং আমার পরিবার সেই সময় বাসায় ছিলাম না। এ ঘটনার পর আমরা এ বিষয়ে আরও বিস্তারিত জানতে আইনপ্রয়োগকারী কর্মকর্তাদের সঙ্গে কাজ করছি।”

ট্রাম্প যুক্তরাষ্ট্রে গত ৫ নভেম্বরের নির্বাচনে জয়ের পর আগামী জানুয়ারিতে প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার আগেই তার নতুন মন্ত্রিসভার সদস্য এবং উচ্চ-পদস্থ প্রশাসনিক পদের কর্মকর্তা বাছাইয়ের কাজ শেষ করেছেন।তাদের মধ্যে একাধিক জনের এমন হুমকি পাওয়ার বিষয়ে ট্রাম্প এখনও কোনও মন্তব্য করেননি।এর আগে ট্রাম্প নিজেও গত নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনি প্রচার চালানোর সময় একাধিকবার হত্যাচেষ্টার শিকার হয়েছিলেন। প্রথমবার এমন হত্যাচেষ্টা চলে গত ১৩ জুলাই পেনসিলভেইনিয়ার জনসভায়।২০ বছরের এক তরুণের গুলি থেকে অল্পের জন্য সেদিন প্রাণে বেঁচে গিয়েছিলেন ট্রাম্প। তার ডান কান ঘেঁষে বেরিয়ে গিয়েছিল গুলি।এরপর গত ১৫ সেপ্টেম্বরে ফ্লোরিডায় ট্রাম্পের গলফ ক্লাবের কাছে একটি রাইফেল নিয়ে ঝোপে লুকিয়ে ছিল আততায়ী। অবশ্য সে গুলি চালানোর আগেই তাকে ধরে ফেলে সিক্রেট সার্ভিস এজেন্টরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!