Thursday, January 23, 2025
বাড়িবিশ্ব সংবাদ১১৭ বছরের মধ্যে সবচেয়ে বেশি তুষারপাত সিউলে

১১৭ বছরের মধ্যে সবচেয়ে বেশি তুষারপাত সিউলে

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৮ নভেম্বর:  রেকর্ড ভাঙা তুষারপাত দেখল দক্ষিণ কোরিয়া। ১১৭ বছরের মধ্যে এবারই প্রথম নভেম্বরে সবচেয়ে বেশি তুষারপাত হয়েছে রাজধানী সিউলে।১৯০৭ সালে দেশটিতে তুষারপাতের রেকর্ড রাখা শুরু হওয়ার পর এটিই সবচেয়ে ভারি তুষারপাতের ঘটনা। বিবিসি জানায়, বুধবার অন্তত ১৬ সেন্টিমিটার তুষারপাত হয়েছে রাজধানীতে।এর আগে ১৯৭২ সালের নভেম্বরে রেকর্ড ১২ দশমিক ৪ সেন্টিমিটার তুষারপাত হয়েছিল। এবারের তুষারপাত ছড়িয়ে গেছে সেই রেকর্ড।ভারি তুষারপাতের কারণে বুধবার অচল হয়ে পড়ে জনজীবন।

বন্ধ হয়ে যায় রাস্তাঘাট, ট্রেন চলাচল, বাতিল হয় ফ্লাইট। সিউলের কাছে সড়ক দুর্ঘটনায় অন্তত একজন নিহত হওয়ারও খবর এসেছে।সিউলের আবহাওয়া পূর্বাভাস বিভাগের প্রধান ইউন কি-হান বলেন, পশ্চিমা বাতাস এবং সমুদ্রপৃষ্ঠ ও ঠান্ডা বাতাসের মধ্যে তাপমাত্রার লক্ষ্যণীয় তারতম্যের কারণে এমন ভারি তুষারপাত ঘটেছে।বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত তা অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে।ব্যবসায়ী বে জু-হান বলেন, “গত সপ্তাহেও আবহাওয়া কিছুটা উষ্ণ ছিল, তবে মাত্র এক সপ্তাহের মধ্যেই নভেম্বরের আবহাওয়া শীতকালীন ওয়ান্ডারল্যান্ডে রূপ নিয়েছে বলে মনে হচ্ছে, যা একেবারেই বিপরীত একটি অবস্থা।”

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য