Wednesday, January 22, 2025
বাড়িরাজ্যনিরাপত্তা কর্মীদের উপস্থিতিতে শুরু হল রাস্তা সংস্কারের কাজ

নিরাপত্তা কর্মীদের উপস্থিতিতে শুরু হল রাস্তা সংস্কারের কাজ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ নভেম্ববর : অবশেষে সড়ক তৈরিতে সৃষ্টি হওয়া জটিলতা কাটিয়ে উঠতে ময়দানে নামল প্রশাসন। মহকুমা প্রশাসনের হস্তক্ষেপে মূল সড়ক প্রসারিত করার জন্য সীমানা নির্ধারণ করা হয়। সোনামুড়া শ্রীমন্তপুর থেকে উদয়পুর পর্যন্ত সড়কটিকে ডাবল লেইন করার জন্য ইতিপূর্বে কাজ শুরু করছে ঠিকাদার। শ্রীমন্তপুর থেকে রাস্তার কাজ বটতলী নেংটা দরগা পর্যন্ত আসে। ন্যাংটা দরগার পর থেকে মেলাঘর লাল মিয়া চৌমুহনী পর্যন্ত দীর্ঘ প্রায় দুই কিলোমিটার সড়কে একাধিকবার রাস্তা প্রশস্ত করার জন্য কাজ করতে গেলে স্থানীয়দের বাধার মুখে পড়তে হয় ঠিকাদার এবং প্রশাসনের।

 সেখানে জমির মালিকরা একত্রিত হয়ে বাঁধা তৈরি করে, এরপর সেখান থেকে ফিরে যায় ঠিকাদার ও প্রশাসন। রাস্তা লাগুয়া জমির মালিকদের অভিযোগ ঐ রাস্তার জন্য তারা এক টাকাও পায়নি, যার ফলে তারা বাধা বিপত্তি তৈরি করে। এই নিয়ে রাস্তা লাগুয়া  জমির মালিকরা একটি মামলাও করে বলে জানা যায়। কয়েকদিন আগেও রাস্তার জায়গা নেওয়ার জন্য প্রশাসনের উদ্যোগে অভিযান চালালে সেখানেও বাধা বিপত্তি তৈরি করে রাস্তা লাগুয়া জমির মালিকরা। এরপরে পিছু হটতে বাধ্য হয়, প্রশাসন। কিন্তু বুধবার মহকুমা শাসক, পুলিশ এবং টি এস আর -এর উপস্থিতিতে সেই জমির পরিমাপ করে সড়ক নির্মাণের জন্য। কিন্তু এদিন সেই রাস্তার কাজে বাধা দেওয়ার জন্য রাস্তা লাগুয়া জমির মালিকরা কোন সাহস দেখান নি। এ বিষয়ে সোনামুড়া মহাকুমার শাসক  মহেন্দ্র কাম্বে চাকমা জানান, সকল প্রকার জটিলতা কাটিয়ে সড়ক নির্মাণের কাজ দ্রুত সম্পন্ন করা হবে। এখন দেখার বিষয় আগামীদিন কোন ক্ষোভের মুখে আর প্রশাসনকে পড়তে হয় কিনা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য