স্যন্দন ডিজিটেল ডেস্ক, ৭ অক্টোবর: ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ গাজায় ব্যবহারের জন্য ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বান জানিয়েছেন। সঙ্গে সঙ্গেই এর কঠোর সমালোচনা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।ফ্রান্স ইন্টার রেডিওকে মাক্রোঁ বলেন, “বর্তমানে অগ্রাধিকার হল একটি রাজনৈতিক সমাধানে ফিরে আসা এবং গাজায় যুদ্ধ ও হত্যা অবসানে অস্ত্র সরবরাহ বন্ধ করা।”বিবিসি জানায়, শনিবার প্যারিসে এক শীর্ষ সম্মেলনে ফরাসি প্রেসিডেন্ট যুদ্ধবিরতি আহ্বানের পরও গাজায় সংঘাত চলতে থাকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি লেবাননে স্থল সেনা পাঠানোর ইসরায়েলের সিদ্ধান্তেরও সমালোচনা করেন।
মাক্রোঁ ও অন্যান্য পশ্চিমা নেতাদের ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের আহ্বানকে ধিক্কার জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু।তার কার্যালয় থেকে প্রকাশিত একটি ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, “ইসরায়েলকে তারা সমর্থন দিক না দিক আমরা জিতবোই। অস্ত্র নিষেধাজ্ঞার আহ্বান জানানো লজ্জাজনক।”ফ্রান্সের সম্প্রচারমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে মাক্রোঁ বলেন, “ফ্রান্স ইসরায়েলকে কোনও অস্ত্র দিচ্ছে না।”
তিনি আরও বলেন, “আমার মনে হয় আমাদের কোনও পরামর্শ ইসরায়েল গ্রহণ করছে না।”এই সংঘাত ‘ঘৃণার’ দিকে নিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, “আমি মনে করি এটি ভুল। এই সংঘাত ইসরায়েলের নিরাপত্তাকেও হুমকিতে ফেলবে।”মাক্রোঁর মতে, এ সংঘাতের কারণে হিংসা-বিদ্বেষ ছড়িয়ে পড়ছে। একই সঙ্গে লেবাননে সামরিক অভিযানের জন্য নেতানিয়াহুর সেনা মোতায়েনে সিদ্ধান্তের সমালোচনাও করেছেন তিনি।লেবাননের হামলা নিয়ে মাক্রোঁ আরও বলেন, “লেবাননে হামলা বাড়তে দেওয়া উচিত হবে না। আমরা চাই না লেবানন আরেকটি গাজায় পরিণত হোক।”
এর জবাবে নেতানিয়াহুর কার্যালয় থেকে বলা হয়, “যেসব দেশ ইসরায়েলের পক্ষে দাঁড়াচ্ছে না, তারা ইরান ও তার মিত্রদের সমর্থন দিচ্ছে।”নেতানিয়াহু বলেন, “ইরানের নেতৃত্বে বর্বর শক্তির বিরুদ্ধে ইসরায়েল লড়াই করছে, তাই সব সভ্য দেশের উচিত ইসরায়েলের পাশে দাঁড়ানো। কিন্তু তারপরও প্রেসিডেন্ট মাক্রোঁ ও অন্যান্য পশ্চিমা নেতারা এখন ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানাচ্ছেন। তাদেরকে ধিক্কার জানাই।”এদিকে শনিবার প্যারিসে মাক্রোঁ বলেন, “যুক্তরাষ্ট্র ও ফ্রান্স উভয়েই লেবাননে যুদ্ধবিরতির আহ্বান জানালেও প্রধানমন্ত্রী নেতানিয়াহু উল্টে লেবাননে স্থল অভিযানের সিদ্ধান্ত নিয়েছেন। এটি খুব দুঃখজনক।”
তবে মাক্রোঁ ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের কথা পুনর্ব্যক্ত করে বলেছেন, সোমবার তিনি গাজায় জিম্মি ফ্রাঙ্কো-ইসরায়েলিদের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করবেন।৭ অক্টোবর সোমবার ইসরায়েলে হামাসের হামলার এক বছর হতে যাচ্ছে। গত বছর এ হামলায় ইসরায়েলে প্রায় ১,২০০ মানুষ নিহত হয় এবং ২৫১ জনকে জিম্মি করা হয়েছিল।ইসরায়েল সেদিন থেকেই গাজায় হামলা শুরু করে। এর এক বছরের মাথায় গাজার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত ইসরায়েলের হামলায় ৪১ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে।