স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৩ মে :অরুন্ধতী নগর থানার অন্তর্গত মধ্য ডুকলী এলাকায় সাত বছরের শিশুকন্যা ধর্ষণ মামলার অভিযুক্ত এখনও পুলিশের নাগালের বাইরে। প্রতিবাদে অভিযুক্তের বাড়িতে গিয়ে শুক্রবার বিক্ষোভ দেখায় ক্ষুব্ধ এলাকাবাসী। ঘটনার বিবরণে জানা যায়, ডুকলী এলাকায় সাত বছরের শিশু কন্যাকে ধর্ষন করে এলাকার প্রসেনজিৎ পাল নামে এক লম্পট যুবক।
গত ১৭ মে এই ঘটনা সংঘটিত হওয়ার পর পুলিশকে অবগত করা হয়েছে। অথচ এখন পর্যন্ত পুলিশ তাকে আটক করেনি। তাই এলাকাবাসীর একত্রিত হয়ে অভিযুক্তের শাস্তির দাবিতে প্রসেনজিতের বাড়িতে যান। তার সত্যতা বের করে এনে পুলিশের কাছে তুলে দেওয়ার জন্য এলাকাবাসী একত্রিত হন। অন্যদিকে মেয়ের বাবা ও এলাকাবাসীরা সুষ্ঠু বিচারের দাবি তুলে শুক্রবার জমায়েত হয়। এলাকার মহিলাদের বক্তব্য অভিযুক্ত প্রসেনজিৎ আগে এক খুনের মামলায়ও জড়িত। সে এবার এক নাবালিকা মেয়েকে ধর্ষণ করেছে। অভিযুক্তের ফাসি চায় এলাকাবাসী। পাশাপাশি সে যাতে এলাকায় থাকতে না পারে তার জন্য দাবি করেন মহিলারা। এদিকে আরো জানা যায় আক্রান্ত শিশু কন্যাটি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এদিকে নাবালিকা শিশু কন্যার বাবা মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে জানান, তিনি একজন গরিব মানুষ। তার মেয়ের সাথে যে ঘটনাটি অভিযুক্ত প্রসেনজিৎ করেছে তার বিচার চান তিনি। অভিযুক্ত বর্তমানে পলাতক। এবং তার মেয়ের শারীরিক অবস্থা সংকটাপন্ন। অপরদিকে অভিযুক্ত প্রসেনজিতের বাবা চিত্ররঞ্জন পাল জানান, ঘটনার দিন উনার ছেলে প্রসেনজিৎ বাড়িতে ছিল না। কিন্তু ঘটনার পর উনার ছেলের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে এলাকাবাসী। যার কারণে প্রসেনজিৎ বাড়ি থেকে চলে গেছে। গত দুদিন ধরে সে বাড়ির বাইরে আছে। সে বাড়ি ফিরলে তাকে পুলিশে ধরবে। তাই সে পলাতক। তিনি আরো জানেন, ছেলেকে পুলিশের হাত থেকে বাঁচাতে আইনজীবীর সহযোগিতা নিচ্ছেন। এখন দেখার বিষয় পুলিশের তদন্তে কি বের হয়ে আসে।

