স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৩ মে :শুক্রবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে মোহনপুর মহকুমা স্থিত দুর্গাবাড়ি চা বাগানে নতুন চা বিক্রয় কেন্দ্র ও চা প্যাকেট বাজারজাতকরণের শুভ উদ্বোধন হয়। দুর্গা বাড়ি চা বাগান শ্রমিক সমবায় সমিতি লিঃ -এর উদ্যোগে নতুন চা বিক্রয় কেন্দ্রের উদ্বোধন হয়। উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ। তিনি চা বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করে বলেন,
সারা রাজ্যে ৩,৩৩৯ জন শ্রমিকের জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে ঘরের ব্যবস্থা করেছে বর্তমান সরকার। প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে দুর্গা বাড়ি চা বাগানে শ্রমিকদের ২৩ টি ঘর সম্পন্ন হয়েছে। আরো ১৫ টি ঘর নির্মাণের কাজ চলছে।
মন্ত্রী আরো বলেন সারা রাজ্যের চা বাগান শ্রমিকদের বাঁচাতে সরকার সিদ্ধান্ত নিয়েছে ভর্তুকি মূল্যে সমস্ত রেশন শপের মাধ্যমে চা পাতা দেওয়া হবে। প্রতিবছর প্রায় চার লক্ষ কেজি চা ভর্তুকি মূল্যে বিক্রি করা হয়। ফলে চা শিল্প বৃদ্ধি পাচ্ছে। মন্ত্রী আরো বলেন, রাজ্যে বর্তমানে ৫২ টি চা বাগান রয়েছে। এর মধ্যে রাজ্য সরকার পরিচালনা করে পাঁচটি চা বাগান, সমবায়ের অধীনে রয়েছে ১১ টি এবং ব্যক্তি মালিকানা ৩৬ টি চা বাগান রয়েছে। এর মধ্যে মোট ১২,৮৩৯ হেক্টর চা বাগান জমি রয়েছে। চা শ্রমিকের সংখ্যা দশ হাজার চারশ আইতিশ জন। রাজ্যে ৭ লক্ষ ৫৫ হাজার কেজি চা উৎপন্ন হয় সরকারি চা বাগানে। এই সফলতা রাজ্যের চা শ্রমিকদের বলে জানান মন্ত্রী রতন লাল নাথ। মন্ত্রী অনুষ্ঠানে বক্তব্য রেখে আর বলেন দুর্গা বাড়ি চা বাগানের চা রাজ্যের গর্ব। আগামী দিন গোটা বিশ্বে দুর্গাবাড়ির চা সুনাম অর্জন করবে বলে অভিমত ব্যক্ত করেন মন্ত্রী। আয়োজিত অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, প্রাক্তন বিধায়ক কৃষ্ণধন দাস সহ অন্যান্যরা।