Tuesday, January 14, 2025
বাড়িবিশ্ব সংবাদপুতিনকে ‘অসুস্থ বুড়ো’ বললেন জেলেনস্কি

পুতিনকে ‘অসুস্থ বুড়ো’ বললেন জেলেনস্কি

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৬ আগস্ট: ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে মস্কোর ‘রেড স্কয়ারের অসুস্থ বুড়ো’ মানুষ বলে উপহাস করেছেন।শনিবার নতুন উদ্ভাবিত একটি ‘ড্রোন ক্ষেপণাস্ত্র’ অবমুক্ত করেছেন জেলেনস্কি।‘পালিয়ানিৎসিয়া’ নামের এ ক্ষেপণাস্ত্র যুদ্ধকে রাশিয়ায় ফিরিয়ে নিয়ে যাবে মন্তব্য করে জেলেনস্কি পুতিনকে ওই কটাক্ষ করেন।সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে স্বাধীনতা লাভের ৩৩ বছর উদযাপনের দিন জেলেনস্কি নতুন এই অস্ত্র সম্পর্কে বলেছেন, এই ড্রোন ক্ষেপণাস্ত্র দেশীয়ভাবে তৈরি ড্রোনগুলোর চেয়ে অনেক দ্রুত ও শক্তিশালী।

এখন পর্যন্ত দেশীয়ভাবে তৈরি ড্রোন দিয়েই ইউক্রেইন রাশিয়ার তেল শোধনাগার ও সামরিক বিমানঘাঁটিতে আঘাত হেনেছে। নতুন ড্রোন ক্ষেপণাস্ত্র এগুলোর চেয়ে বেশি কার্যকর।জেলেনস্কি বলেছেন, “আমাদের শত্রুরা বুঝতে পারবে ইউক্রেইনের পাল্টা জবাবের ধরণ কেমন।” ইউক্রেইনের প্রেসিডেন্ট বলেছেন, তার দেশের নতুন অস্ত্র রুশ ভূখণ্ডে হামলায় ব্যবহার করা হয়েছে। কিন্তু কোথায় ব্যবহার হয়েছে তা তিনি বলেননি।

রাশিয়ার ৭১ বছর বয়সী প্রেসিডেন্ট ও মস্কোর পারমাণবিক বাগাড়ম্বর নিয়ে উপহাস করে টেলিগ্রামে এক ভিডিওতে জেলেনস্কি বলেন, “রেড স্কয়ারের একজন অসুস্থ বুড়ো মানুষ নিয়মিত সবাইকে লাল বোতামে চাপ দেওয়ার হুমকি দিয়ে আসছেন। তার এই লাল বোতাম আমাদের আর কোনও রেড লাইনের নির্দেশনা দিতে পারবে না।”২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেইনে আগ্রাসন শুরু করে রাশিয়া। সেই যুদ্ধ এখনও চলছে। রুশ সেনারা এখনও ইউক্রেইনের পূর্বাঞ্চলে হামলা চালিয়ে যাচ্ছে এবং এখন পর্যন্ত ১৮ শতাংশ ইউক্রেইনীয় ভূখণ্ড তারা দখল করে রেখেছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য