Wednesday, September 11, 2024
বাড়িবিশ্ব সংবাদআইসল্যান্ডে বরফ ধস, নিখোঁজ ২ বিদেশি পর্যটক

আইসল্যান্ডে বরফ ধস, নিখোঁজ ২ বিদেশি পর্যটক

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৬ আগস্ট: দক্ষিণ আইসল্যান্ডের একটি গুহায় বরফ ধসের পর নিখোঁজ দুই বিদেশি পর্যটককে উদ্ধারে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন জরুরি বিভাগের কর্মীরা।ব্রেইদামেকুরজোকুল হিমবাহে ওই ধসের ঘটনায় প্রথম খবর উদ্ধারকর্মীরা পান রোববার বেলা ৩টার দিকে।বিবিসি লিখেছে, গাইড নিয়ে ২৫ ব্যক্তি বরফের ওই গুহা দেখতে গিয়েছিলেন। বরফ ধসের ঘটনায় দুজন নিখোঁজ হওয়ার পাশাপাশি অন্য দুজন গুরুতর আহত হয়েছে।

স্থানীয় পুলিশের প্রধান সোয়েন ক্রিস্টজা রুনারসন বলেন, “সেখানকার পরিস্থিতির খুবই জটিল। এটা তো হিমবাহের ঘটনা। সেখানে যন্ত্রপাতি পাওয়া খুব কঠিন; সেখানে সবকিছুই হাত দিয়ে করতে হয়।”স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ওই উদ্ধার অভিযানে দুইশর মত মানুষ কাজ করছে, রাতেও তাদের কাজ চলবে।পুলিশের প্রধান সুপারিনডেন্ট রুনারসন আইসল্যান্ডিক টিভিকে বলেছেন, পুলিশ নিখোঁজ ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করতে পারেনি।

“সেখানকার পরিস্থিতি কী তা আমরা জানি না। তবে অন্য দুজনকে পাওয়া গেছে গুরুতর আহত অবস্থায়।”পরিস্থিতি জটিল হলেও আবহাওয়া অনুকূলে ছিল বলে জানান তিনি।দুর্ঘটনার মুখে পড়া সবাই বিদেশি পর্যটক জানিয়ে রুনারসন বলেন, সেখানে আর বেড়তে যাওয়া যাবে না-এমন কিছু ঘটেনি।তিনি বলেন, “প্রায় সারাবছরই বরফ গুহায় মানুষ বেড়াতে যায়। অভিজ্ঞ ও শক্তিশালী গাইডরা এসব ট্রিপ পরিচালনা করেন। দুর্ঘটনা যে কোনো সময়ই ঘটতে পারে।“আমি মনে করি, মানুষ সেখানকার পরিস্থিতি সম্পর্কে বুঝবে যে-কখন সেখানে যাওয়া নিরাপদ আর কখন নয় এবং সময়ের সাথে সাথে সেই কাজটি ভালোভাবেই হয়েছে। … যে কোনো কিছুই ঘটতে পারে।”

পর্যটককদের বরাতে পুলিশ প্রধান বলেন, বরফ ধসের সময় লোকজন গুহার মুখে সরুপথে দাঁড়িয়ে ছিল।ব্রেইদামেকুরজোকুল হিমবাহের বিস্তৃতি ভানাজোকুল হিমবাহ থেকে জোকুলসরলন উপহ্রদ পর্যন্ত। হিমবাহটি বরফের জন্য বিখ্যাত, বিভিন্ন ট্যুর গ্রুপ থেকে সেখানে মানুষ বেড়াতে যায়।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য