Saturday, December 13, 2025
বাড়িবিশ্ব সংবাদশ্রীলঙ্কায় গ্রেপ্তার ‘ভারতপন্থী’ প্রাক্তন প্রেসিডেন্ট বিক্রমসিংহে, নেপথ্যে কলকাঠি নাড়ছে চিন!

শ্রীলঙ্কায় গ্রেপ্তার ‘ভারতপন্থী’ প্রাক্তন প্রেসিডেন্ট বিক্রমসিংহে, নেপথ্যে কলকাঠি নাড়ছে চিন!

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২২ অগস্ট : শ্রীলঙ্কায় ফের ভারত বিরোধী ষড়যন্ত্র চিনের! দ্বীপরাষ্ট্রে ক্রমশ শক্তিশালী হচ্ছে ড্রাগনের থাবা! এই সম্ভাবনা আরও উসকে দিয়ে এবার শ্রীলঙ্কায় গ্রেপ্তার ভারতপন্থী প্রাক্তন প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহে। তাঁর গ্রেপ্তারির তথ্য সামনে আসতেই স্বাভাবিকভাবে শোরগোল শুরু হয়েছে। জানা যাচ্ছে, সরকারি সম্পত্তি অপব্যবহারের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে রনিলকে।

২০২৩ সালে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট থাকাকালীন সস্ত্রীক ব্রিটেন সফরে গিয়েছিলেন রনিল। অভিযোগ তোলা হয়েছে, সেই সফরে সরকারি অর্থ ব্যক্তিগত কাজে ব্যবহার করেছিলেন প্রেসিডেন্ট। অভিযোগের ভিত্তিতে সম্প্রতি জিজ্ঞাসাবাদ করা হয় রনিল ও তাঁর স্ত্রীকে। এরপর গ্রেপ্তার করা হয় তাঁদের। শিঘ্রই তাঁদের কলম্বো কোর্ট মেজিস্ট্রেটের সামনে পেশ করা হবে বলে জানা যাচ্ছে।

জানা যাচ্ছে, ২০২৩ সালে জি-৭৭ বৈঠকে যোগ দিতে ব্রিটেন গিয়েছিলেন রনিল ও তাঁর স্ত্রী মৈত্রী। এই সফরে রনিলের স্ত্রী উলভারহ্যাম্পটন বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে যোগ দেন। যা নিয়ে বিতর্ক তৈরি হয়। তবে বিতর্কের মুখে রনিল জানান, তাঁর স্ত্রীর ভ্রমণের খরচ সরকারি অর্থ ব্যয় হয়নি। এর পর রনিলের প্রেসিডেন্ট পদ খোয়ালে এই ইস্যুতে তদন্ত শুরু হয়। তদন্তকারীরা দাবি করেন ওই সফরে রনিলের স্ত্রীর খরচ যোগানো হয় সরকারি কোষাগার থেকে। এই মামলাতেই এবার গ্রেপ্তার করা হল রনিল ও তাঁর স্ত্রীকে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য