Saturday, December 13, 2025
বাড়িরাজ্যরান্নার গ্যাস এজেন্সি স্থাপনের জোরালো দাবি জনগণের

রান্নার গ্যাস এজেন্সি স্থাপনের জোরালো দাবি জনগণের

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২২ আগষ্ট:   কদমতলা গ্রাম পঞ্চায়েত এলাকায় রান্নার গ্যাস এজেন্সি স্থাপনের জোরালো দাবি জনগণের। গণস্বাক্ষরিত স্মারক লিপি প্রদান করলো জেলা শাসককের কাছে। জানা যায়,কদমতলা ব্লক এলাকায় জনগণের দীর্ঘদিনের দাবি অনুযায়ী একটি গ্যাস এজেন্সির অনুমোদন পান স্থানীয় জৈনক ব্যক্তি। কিছুদিন পূর্বে সম্পূর্ণ নিয়ম-নীতি মেনে কাজও শুরু হয় কদমতলা গ্রাম পঞ্চায়েতের ৬ নং ওয়ার্ড এলাকায়। কিন্তু মুষ্টিমেয় ব্যক্তিরা উঠে পড়ে লাগে সেখানে যেন গ্যাস এজেন্সি স্থাপিত না করার জন্য।

 কিন্তু সেই ব্যক্তিরা তারা ধর্মনগর মহকুমা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন যাতে সেখানে গ্যাস এজেন্সি স্থাপনের কাজ বন্ধ করা হয়। সেই মোতাবেক জেলা প্রশাসনের তরফ থেকে মৌখিকভাবে কাজ বন্ধ রাখার জন্য জানানো হয় নবনির্মিত গ্যাস এজেন্সির মালিক কর্তৃপক্ষকে। কিন্তু যেখানে এলাকার মানুষের গণ স্বাক্ষর দিয়ে “নো অবজেকশন” পূর্বেই জমা পড়েছে, তাহলে এক দুজনের কারণে কেন এলাকার মানুষ বঞ্চিত হবে। কারণ দীর্ঘদিন থেকেই দাবি ছিল জনগণের। তাই শুক্রবার বিষয়টি নিয়ে প্রায় দেড় হাজার মানুষের গণ স্বাক্ষর সহ দিয়ে এলাকাবাসী কদমতলা চন্দ্রকলা টাউন হলে এক বৈঠক করেন।

 বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, বিষয়টি নিয়ে গণস্বাক্ষরিত প্রতিলিপি সহ এক প্রতিনিধি দল প্রথমে কদমতলা সমষ্টি উন্নয়ন আধিকারিকের নিকট ডেপুটেশনে মিলিত হয়। তারপর সেখান থেকে এক প্রতিনিধি দল ধর্মনগর মহকুমা শাসকের কাছেও একই দাবি সনদ পেশ করবেন। তবে ধর্মনগর এজেন্সি থেকে রান্নার গ্যাস আনতে হলে অনেক সমস্যা পোহাতে হয় সাধারণ মানুষের। তাছাড়া দালাল মারফত গ্যাস আনতে হলে বাড়তি একটা খরচও হয়। তাই উল্লেখিত স্থানে এই গ্যাস এজেন্সি স্থাপিত হলে সময় এবং বাড়তি খরচ দুটোই বেঁচে যায় মানুষের। ফলে জনগণের দাবি কদমতলাতেই এই গ্যাস এজেন্সি টি স্থাপিত হোক।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য