স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২২ অগস্ট : রুশ তেল কেনা নিয়ে মার্কিন সমালোচনাকে ধুয়ে দিলেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। সম্প্রতি রাশিয়া সফরে গিয়েছেন তিনি। দেখা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে। তারপরেই জয়শংকর সাফ জানিয়ে দেন, মার্কিন মিডিয়া যুক্তিহীন বক্তব্য় রাখছে। রাশিয়া থেকে তেল এবং গ্যাস কিনছে গোটা বিশ্ব। রাশিয়ার সঙ্গে ভারতের বাণিজ্যও হঠাৎ করে বেড়ে যায়নি।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে জয়শংকর বলেন, “রুশ তেলের বৃহত্তম ক্রেতা চিন। রুশ গ্যাসের বৃহত্তম ক্রেতা ইউরোপীয় ইউনিয়ন। ২০২২ সালের পর থেকে রাশিয়ার সঙ্গে ভারতের বাণিজ্য লাফিয়ে বেড়েছে এমনটাও নয়। ঘটনাচক্রে আমরা আমেরিকা থেকেও তেল কিনি, সেই পরিমাণটাও বেড়েছে। তাই মার্কিন মিডিয়া যে যুক্তি দিচ্ছে সেটা খুবই অগোছালো, ভুলভাল।” অর্থাৎ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে রুশ তেল কেনার ‘অপরাধে’ ভারতের উপর অতিরিক্ত শুল্ক চাপিয়েছেন, সেই পদক্ষেপকেই যুক্তিহীন বলে অভিহিত করলেন জয়শংকর।

