Saturday, February 15, 2025
বাড়িবিশ্ব সংবাদছিনতাই চেষ্টার পর কার্গো জাহাজ থেকে ক্রুদের উদ্ধার করল ভারতীয় নৌবাহিনী

ছিনতাই চেষ্টার পর কার্গো জাহাজ থেকে ক্রুদের উদ্ধার করল ভারতীয় নৌবাহিনী

স্যন্দন ডিজিটেল ডেস্ক,‌  ৬ জানুয়ারি: সোমালিয়া উপকূলের কাছে ছিনতাই হওয়া কার্গো জাহাজে থাকা ক্রুদের উদ্ধার করেছেন ভারতের নৌবাহিনীর কমান্ডাররা।সোমালিয়ার উপকূলে অন্তত ১৫ ভারতীয় ক্রুসহ লাইবেরিয়ার পতাকাবাহী মালবাহী জাহাজ এমভি লিলা নোরফোক ছিনতাই হয়। বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যায় সোমালিয়ার উপকূলের কাছে আরব সাগরে ঘটনাটি ঘটে।ছিনতাইয়ের খবর প্রথম জানিয়েছিল ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)। পরে তারা জানিয়েছে, জাহাজটিতে কর্তৃপক্ষের অনুমোদনবিহীন কোনও ব্যক্তিকে পায়নি সামরিক বাহিনী। ক্রুরাও সব নিরাপদে আছে। জাহাজটি এলাকা থেকে চলে যাচ্ছে।

শুক্রবার ভারতের সামরিক বাহিনীর কর্মকর্তারা ছিনতাই হওয়া ‘এমভি লিলা নরফোক’ এর দিকে ভারতীয় নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ পাঠানোর কথা জানান। নৌবাহিনীর ডেস্ট্রয়ার আইএনএস চেন্নাইকে কার্গো জাহাজ অভিমুখে পাঠানো হয়। হেলিকপ্টার থেকে জলদস্যুদের জাহাজ ছেড়ে যাওয়ার আহ্বান জানানো হয়েছিল।ব্রিটিশ মেরিটাইম সিকিউরিটি ফার্ম আমব্রে বলেছে, জাহাজটি বাহরাইনের খলিফা বিন সালমানে যাচ্ছিল। তাতে কী বহন করা হচ্ছিল তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট জানা যায়নি।

বৃহস্পতিবার সন্ধ্যায় পাঁচ থেকে ছয়জন অজ্ঞাত সশস্ত্র ব্যক্তি জাহাজটিতে ওঠে। এ খবর জানিয়ে দ্রুত জাহাজ থেকে ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশন্স (ইউকেএমটিও) একটি বার্তা পাঠানো হয়। খবর পেয়ে ভারত মহাসাগরে মোতায়েন ভারতীয় নৌবাহিনী দ্রুত সাড়া দেয়। নৌবাহিনী এক বিবৃতিতে বলেছে, “ভারতীয় নৌবাহিনীর কড়া সতর্কবার্তা, মেরিন টহল বিমান এববং ভারতীয় নৌ যুদ্ধজাহাজের বাধার কারণে সম্ভবত জলদস্যুরা জাহাজ ছিনতাইয়ের চেষ্টা বাদ দিয়েছে।”

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য