Monday, March 17, 2025
বাড়িবিশ্ব সংবাদভারত সফরে আসছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

ভারত সফরে আসছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১৩ মার্চ : ভারত সফরে আসছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। সঙ্গে আসবেন স্ত্রী উষাও। ভারতের সঙ্গে তাঁর নিবিড় সম্পর্ক রয়েছে। প্রথম ভারতীয় বংশোদ্ভূত হিসাবে আমেরিকার সেকেন্ড লেডি হয়েছেন তিনি। এই মুহূর্তে শুল্ক নিয়ে ভারতের সঙ্গে হোয়াইট হাউসের তীব্র চাপানউতোর চলছে। এই ‘বাণিজ্যযুদ্ধে’র আবহে সস্ত্রীক জেডি ভ্যান্সের ভারতে আসাকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

সূত্রের খবর, চলতি মার্চ মাসের শেষের দিকে দিল্লিতে পা রাখার কথা রয়েছে জেডি ও উষা ভ্যান্সের। স্ত্রীকে নিয়ে সাক্ষাতের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে বসতে পারেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। নমোর সঙ্গে ট্রাম্পের ‘বন্ধুত্বে’র কথা সর্বজনবিদিত। কিন্তু দ্বিতীয়বার মসনদে ফেরার পর ডোনাল্ড ট্রাম্পের রোষানল থেকে রেহাই পায়নি ভারতও। ট্রাম্প আগেই বলেছিলেন, যে সব দেশ মার্কিন পণ্যের উপর শুল্ক আরোপ করবে, সেই দেশের পণ্যের উপরেও পালটা কর চাপাবে আমেরিকা। এরপরই তিনি ঘোষণা করেন, আগামী ২ এপ্রিল থেকে ভারত, চিন-সহ বহু দেশের উপরই পারস্পরিক শুল্ক চাপাবে আমেরিকা। এছাড়া কয়েকদিন আগেই মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, “নয়াদিল্লি মার্কিন পণ্যের উপর থেকে শুল্ক কমাতে রাজি হয়েছে। ভারত আপসে যেতে রাজি। কারণ কেউ অবশেষে ওদের কীর্তি ফাঁস করছে।” যার নিয়ে বিতর্ক আরও বাড়ে।

বিশ্লেষকদের মতে, দু’দেশের এই ‘শুল্কযুদ্ধে’র মাঝে জেডি ভ্যান্সের ভারতে আসা খুবই গুরুত্বপূর্ণ। এই কর চাপানো নিয়ে হয়তো তিনি কথা বলতে পারেন মোদির সঙ্গে। ভারত-আমেরিকার সম্পর্কে যে চাপানউতোর চলছে তার সমাধানের পথ মিলতে পারে এই আলোচনা থেকে। প্রসঙ্গত, গত ফেব্রুয়ারি মাসে আমেরিকা সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদি। সেসময় ভ্যান্সের সন্তানদের জন্য উপহারের ডালি সাজিয়ে নিয়ে গিয়েছিলেন তিনি। যার মধ্যে ছিল ভারতীয় ঐতিহ্যের ছোঁয়া। দুই ছেলে ও এক কন্যাকে নিয়ে ভরা সংসার জেডি ও উষার। ছোট্ট বিবেক ও ইওয়ান ব্লেইনের হাতে মোদি তুলে দিয়েছিলেন কাঠের তৈরি ট্রেনের খেলনা সেট এবং ভারতীয় লোকচিত্র সমন্বিত একটি জিগস পাজল। যা পেয়ে বেজায় খুশি হয়েছিল খুদেরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য