Friday, October 18, 2024
বাড়িবিশ্ব সংবাদমিয়ানমারে এক বছরের বিক্ষোভে নিহত ১,৫০০ : জাতিসংঘ

মিয়ানমারে এক বছরের বিক্ষোভে নিহত ১,৫০০ : জাতিসংঘ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ ফেব্রুয়ারি।  মিয়ানমারে একবছরের দীর্ঘ অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে দমনপীড়নে অন্তত ১,৫০০ জন নিহত হয়েছে। সেইসঙ্গে সশস্ত্র সংঘাতে আরও কয়েক হাজার মানুষের মৃত্যু হয়ে থাকতে পারে বলে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়।

মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক মুখপাত্র রবিনা শামদাসানি বলেন, এই এক বছরে মিয়ানমারে কাস্টডিতে থাকা ৮,৭৯২ জনসহ বেআইনিভাবে আটক হয়েছে অন্তত ১১,৭৮৭ জন।জেনেভায় এক জাতিসংঘ ব্রিফিংয়ে মিয়ানমারে বেআইনিভাবে ধরপাকড়ের এই পরিসংখ্যান তুলে ধরেন শামদাসানি। সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলার জন্য মানুষজনকে এভাবে আটক করা হয়েছে বলে জানান তিনি।শামদাসানি বলেন, “আমরা ১,৫০০ মানুষের মৃত্যু নথিভুক্ত করেছি। তবে এই হিসাব কেবলমাত্র বিক্ষোভের প্রেক্ষাপটে করা হয়েছে। এর মধ্যে রয়েছে সেনাবাহিনীর কাস্টডিতে নির্যাতনে মারা যাওয়া ২০০ মানুষও।”

“এই ১৫০০ মানুষের মধ্যে সশস্ত্র সংঘাতে মারা যাওয়াদের অন্তর্ভুক্ত করা হয়নি… আমাদের ধারণা এই সংখ্যা হাজার, হাজার হবে”, বলেন তিনি।

২০২১ ‍সালের ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চির নেতৃত্বাধীন নির্বাচিত সরকারকে হটিয়ে মিয়ানমারের ক্ষমতা দখল করে সামরিক বাহিনী। সু চি ও তার দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসির (এনএলডি) শীর্ষস্থানীয় নেতাদের আটক করে কারাবন্দি করা হয়। তারপর থেকে দেশটিতে বিশৃঙ্খলা বিরাজ করছে। ২০২০ সালের নির্বাচনে বিশাল জয় পেয়ে নির্বাচিত হওয়া এনএলডি সরকারকে ক্ষমতাচ্যুত করায় গত বছর মিয়ানমারজুড়ে ব্যাপক প্রতিবাদের ঢেউ বয়ে যায়। কিন্তু সামরিক জান্তা ব্যাপক ধরপাকড় ও রক্তপাতের মধ্য দিয়ে বিক্ষোভ দমনের পথে হেঁটেছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য