Sunday, March 16, 2025
বাড়িবিশ্ব সংবাদজাপানের উপকূলে ৮ ক্রুসহ মার্কিন সামরিক আকাশযান বিধ্বস্ত

জাপানের উপকূলে ৮ ক্রুসহ মার্কিন সামরিক আকাশযান বিধ্বস্ত

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৯ নভেম্বর: জাপানের পশ্চিম উপকূলে মার্কিন সামরিক বাহিনীর একটি ভি-২২ অসপ্রি আকাশযান ৮ ক্রুসহ মহাসাগরে বিধ্বস্ত হয়েছে। বুধবার স্থানীয় সময় ২টা ৪৭ মিনিটের দিকে ইয়াকুশিমা দ্বীপের কাছে ঘটনাটি ঘটেছে, জানিয়েছে জাপানের কোস্টগর্ড। কোস্টগার্ডের এক মুখপাত্র রয়টার্সকে জানান, তাদের কাছে আকাশযানটির আরোহীসহ ঘটনার বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য নেই।ওই অঞ্চলে মোতায়েন মার্কিন বাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, ঘটনার বিষয়ে এখনো তথ্য সংগ্রহ করছেন তারা।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আকাশযানটি যখন সাগরে পড়ে যাচ্ছিল তখন এর বাম ইঞ্জিনটিতে আগুন জ্বলছিল বলে মনে হয়েছে।

চলতি বছরের অগাস্টে অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলীয় উপকূলে নিয়মিত সামরিক অনুশীলন চলাকালে আরেকটি মার্কিন অসপ্রি আকাশযান বিধ্বস্ত হয়েছিল। সেটি সেনাদের বহন করে নিয়ে যাওয়ার সময় দুর্ঘটনায় পড়ে। এতে যুক্তরাষ্ট্রের তিন মেরিন সেনার মৃত্যু হয়েছিল।এর আগে ২০১৬ সালের ডিসেম্বরে জাপানের দক্ষিণাঞ্চলীয় ওকিনাওয়া দ্বীপের উপকূলে প্রশান্ত মহাসাগরে আরেকটি অসপ্রি আকাশযান বিধ্বস্ত হয়েছিল। এ ঘটনার পর তখন এ ধরনের সব আকাশযানের উড্ডয়ন বন্ধ রেখেছিল মার্কিন সামরিক বাহিনী।হেলিকপ্টারের মতো ঘূর্ণায়মান পাখা লাগানো এই অসপ্রি আকাশযান হেলিকপ্টারের মতো উড়তে পারে আবার বিমানের মতোও চলতে পারে। সমালোচকরা হাইব্রিড এই আকাশযানটিকে দুর্ঘটনাপ্রবণ বলে দাবি করে আসছেন। কিন্তু মার্কিন সামরিক বাহিনী ও জাপান এটিকে নিরাপদ বলে দাবি করে আসছে।যুক্তরাষ্ট্রের মেরিন, নৌবাহিনী ও জাপানের আত্মরক্ষা বাহিনী (সেল্ফ ডিফেন্স ফোর্স) অসপ্রি আকাশযান ব্যবহার করে।     

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য